হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ কোচের পদত্যাগ চাওয়া সেই শাহীনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

হাভিয়ের কাবরেরার পদত্যাগ চাওয়া শাহীনকে (বাঁয়ে) অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ছবি: সংগৃহীত

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরার পদত্যাগ চেয়ে ভরা সংবাদ সম্মেলনে বিস্ময়ের জন্ম দিয়েছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য সাখাওয়াত হোসেন ভূঁইয়া শাহীন। এবার তাঁকে জাতীয় দল কমিটি থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

জাতীয় দল কমিটির চেয়ারম্যান খোদ বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। যুক্তরাষ্ট্র থেকে গতকাল দেশে ফেরেন তিনি। আজ তাঁর স্বাক্ষরিত চিঠিতে অব্যাহতি পান শাহীন। অব্যাহতির কারণ কী, সেটি অবশ্য উল্লেখ নেই চিঠিতে।

জাতীয় দল কমিটিতে চেয়ারম্যান ও ডেপুটি চেয়ারম্যানসহ সদস্য সংখ্যা এখন ১১ জন। যদিও গঠনতন্ত্র অনুযায়ী ৯ জন থাকার কথা। ম্যাচ, টুর্নামেন্টের পরিকল্পনা, কোচিং স্টাফের মূল্যায়ন ও নিয়োগ নিয়ে কাজ করে জাতীয় দল কমিটি।

নিজেদের কার্যক্রম ও পরিকল্পনা তুলে ধরতে গত ১৪ জুন সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল বাফুফে নির্বাহী কমিটি। সেখানে ইন্টারনাল অডিট নিয়েই কথা বলতে বলা হয় শাহীনকে। কিন্তু তা না করে তিনি নিয়ে আসেন জাতীয় দল প্রসঙ্গ। শাহীন বলেছিলেন, ‘জাতীয় দল কমিটির সদস্য হিসেবে আমি বাংলাদেশের ১৮ কোটি মানুষকে মুক্ত করতে কাবরেরার পদত্যাগ চাচ্ছি। কোচকে সরানোই আমার এজেন্ডা।’

আরও পড়ুন:

কাবরেরার পদত্যাগের দাবি শুনে যা বললেন বাফুফে সভাপতি

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর