হোম > খেলা > ফুটবল

প্রাণখুলে কথা বলতে ইংরেজি শিখছেন মেসি, সতীর্থরা শিখছেন স্প্যানিশ

যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার-মিয়ামির অধিনায়কত্ব এখন মেসির কাঁধে। কিন্তু স্প্যানিশ ভাষায় কথা বলা এই মহাতারকার সতীর্থদের প্রায় সবাই কথা বলেন ইংরেজিতে। মনের ভাব আদান-প্রদানের জন্য মেসিও তাই ইংরেজি শিক্ষায় মনোযোগ দিয়েছেন। তবে এগোচ্ছেন খুব ধীরে ধীরে।

অবস্থা এমন যে, মেসির সঙ্গে মন খুলে কথা বলতে স্প্যানিশ ভাষাই শিখতে শুরু করে দিয়েছেন দু-একজন সতীর্থ। এর মধ্যে রবার্ট টেইলর অন্যতম। মেসির ইংরেজি শেখার বিষয়ে স্কাই স্পোর্টসকে বেশ কিছু চমকপ্রদ তথ্যও দিয়েছেন তিনি।

মেসির ইংরেজি শব্দের ভান্ডার এখনো অনেক কম জানিয়ে টেইলর বলেন, ‘আমি কিছু স্প্যানিশ ভাষা শিখছি আর তিনি (মেসি) শিখছেন ইংরেজি।’

টেইলর জানান, মেসির সঙ্গে ভালো করে কথা বলতে না পারলেও তাঁর ফুটবলের ভাষা সবাই বোঝে।

এ বিষয়ে টেইলর বলেন, ‘আমাদের কথোপকথনকে এখনো ভালো বলা যাবে না। তবে মাঠের মধ্যে এটা সম্পূর্ণ ব্যতিক্রম। আমি মনে করি ফুটবল নিজেই একটি ভাষা। এর মধ্য দিয়ে কারও সঙ্গে সংযোগ স্থাপন হলে তাঁদের একই ভাষা না জানলেও চলে।’

তবে ভাঙা ভাঙা উচ্চারণে দু-একটি ইংরেজি কথোপকথন মেসি বেশ ভালো করছেন বলেই মনে করেন টেইলর।

মঙ্গলবার ইন্টার-মিয়ামির প্র্যাকটিস সেশনে এক সতীর্থের সঙ্গে বেশ দিলখোলা হয়ে হেসে হেসে কথা বলতে দেখা গেছে। তবে সেই সতীর্থটি হলেন জর্ডি অ্যালবা। তিনিও স্প্যানিশ ভাষায় কথা বলেন।

না ফেরার দেশে স্কটিশ কিংবদন্তি ফুটবলার

মেলবোর্নে সবুজ উইকেটে খেলতে নেমে বিপাকে চার পেসারের অস্ট্রেলিয়া

রোনালদোকে পর্তুগালের এখন অনেক বেশি দরকার, বলছেন কোচ

সতীর্থকে দিয়ে গোল করালেন রোনালদো, আল নাসরের বিশাল জয়

বিপিএল শুরুর আগেই ক্রিকেটারদের অর্ধেক পারিশ্রমিক বুঝিয়ে দিল রংপুর

আগে যা হয়নি, এনরিকের সঙ্গে এবার সেটাই করতে যাচ্ছে পিএসজি

১১৬ কোটি টাকায় সৌদি দ্বীপে রোনালদোর বিলাসবহুল ভিলা

মোহামেডানের বিপক্ষে ড্র করে জটিল সমীকরণে কিংস

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

তারকাসমৃদ্ধ দল গড়ায় চোখ রাজশাহীর