হোম > খেলা > ফুটবল

সৌদি আরবের ‘সবুজের’ প্রেমে মেসি

পিএসজির সঙ্গে এ মৌসুম শেষেই চুক্তি শেষ হবে লিওনেল মেসির। নিজের প্রিয় ক্লাব বার্সেলোনায় ফিরবেন নাকি নতুন কোনো ক্লাবে যোগ দেবেন, তার কিছুই বোঝা যাচ্ছে না এখন পর্যন্ত। 

এখনো যেহেতু মৌসুম শেষ হতে আরও এক মাস রয়েছে, সেহেতু মেসির নতুন চুক্তির বিষয়ে জানার সময়ও রয়েছে। তবে এই মুহূর্তে আর্জেন্টাইন তারকা কার প্রেমে মজে আছেন তা জানা গেছে। ভালো লাগার বিষয়টি নিজেই সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন সাত বারেরব্যালন ডি’অর বিজয়ী। 

সৌদি আরবের প্রকৃতির প্রেমে পড়েছেন মেসি। সামাজিক মাধ্যমে খেজুরবাগানের সারিবদ্ধ গাছের একটি ছবি দিয়ে পিএসজি তারকা লিখেছেন, ‘কে ভেবেছিল সৌদি এত সবুজ! যখনই পারি, দেশটির অপ্রত্যাশিত সৌন্দর্য উপভোগ করতে ভালোবাসি।’ সঙ্গে সৌদি ঘুরে আসুন হ্যাশট্যাগ জুড়ে দিয়েছেন তিনি। 

হ্যাশট্যাগ দিয়েই বোঝা যাচ্ছে মেসি দেশটির প্রচারণা করছেন সামাজিক মাধ্যমে। এটা অবশ্য করারই কথা। কারণ আর্জেন্টাইন অধিনায়ক যে মরুর দেশটির পর্যটনবিষয়ক শুভেচ্ছাদূত। সে জন্যই হয়তো পর্যটন খাতকে আরও সুদৃঢ় করতে ভ্রমণপিপাসুদের প্রলুব্ধ করতে সদ্য বিশ্বকাপজয়ীকে দিয়ে প্রচার চালাচ্ছে সৌদি আরব। তবে এটা নিশ্চিত যে মরুর বুকে এমন সবুজের সমারোহ সবারই ভালো লাগার কথা। 

তবে মেসি এমন এক সময়ে সৌদির পর্যটনের প্রচারণার কাজটা করলেন, যা নিয়ে অনেকেই অনেক কিছু ভাবতে পারেন। এ বছরের জুনের চুক্তি শেষে কি জানি ফুটবল গ্রহের আরেক নক্ষত্র ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সৌদির কোনো ক্লাবে যোগ দেন কি না। সমর্থকেরা এমনটা ভাবলে অবশ্য দোষের কিছু নেই। 

এ মাসের শুরুর দিকেই যে মেসিকে বছরে ৪ হাজার ৬১৯ কোটি টাকার প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাব আল হিলাল। এই প্রস্তাবে সাড়া দিলে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন তিনি। সঙ্গে এই প্রকৃতিপ্রেমও আরও পরিপূর্ণতা পাবে। কিছুদিন পর যেহেতু সময়টা দলবদলের আসছে, তাই যেকোনো কিছুই ঘটতে পারে। সমর্থকদের এখন শুধু সেই সময়টার অপেক্ষায় থাকতে হবে।

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন