বিয়ে করছেন ফুটবল কিংবদন্তি ডেভিড বেকহামের ছেলে ব্রুকলিন বেকহাম। পাত্রী মার্কিন অভিনেত্রী নিকোলা পেল্টজকে। তবে ছেলের বিয়ের খবর ছাপিয়ে বড় হয়ে উঠেছে বেকহামের কান্নার খবর। ছেলের বিয়েতে বক্তব্য রাখতে গিয়ে অশ্রুসিক্ত হয়েছেন সাবেক ম্যানইউ তারকা।
বিয়ের অনুষ্ঠানে বেকহামের অনুভূতি কেমন ছিল জানাতে গিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান জানিয়েছে, ‘চার-পাঁচ মিনিটের বক্তব্যে ডেভিডকে কাঁদতে দেখা যায়। সে তখন ব্রুকলিনের জন্মের সময়টা কেমন ছিল এবং কীভাবে নিজেদের সন্তানকে বাইরের পৃথিবী থেকে রক্ষা করেছিলেন সে সম্পর্কে বলছিলেন।’
৪ মিলিয়ন ডলারের এই বিয়েতে ক্রীড়া জগতের শীর্ষ তারকারা উপস্থিত ছিলেন। যাদের মাঝে সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস এবং ইভা লংগোরিয়াও উপস্থিত ছিলেন।