হোম > খেলা > ফুটবল

নতুন দুই মুখ নিয়ে কাবরেরার প্রথম বাংলাদেশ দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্বে স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা। প্রথম দল ঘোষণাতেও রেখেছেন চমক। মার্চের ফিফা উইন্ডোতে মালদ্বীপ ও মঙ্গোলিয়ার বিপক্ষে দুই ম্যাচের দল থেকে ছেঁটে ফেলেছেন অভিজ্ঞ কয়েকজন ফুটবলারকে। দলে জায়গা পেয়েছেন নতুন দুই মুখ। 

কাবরেরার দলে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাবের ২১ বছর বয়সী মিডফিল্ডার মেরাজ হোসেন অপি ও বাংলাদেশ পুলিশ এফসির ২২ বছর বয়সী লেফট ব্যাক ইসা ফয়সাল। লম্বা সময় পর জাতীয় দলে ফিরেছেন নাসিরুল ইসলাম নাসির। সাইফের ৩২ বছর বয়সী জাতীয় দলে ফিরলেন ছয় বছর পর। চোট সারিয়ে তিন বছর পর দলে ফিরেছেন আবাহনীর ফরোয়ার্ড স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন। কাবরেরার দলে জায়গা পেয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড জাফর ইকবাল। ফিরেছেন শেখ জামালের লেফট ব্যাক রায়হান হাসান। 

ইংলিশ কোচ জেমি ডে দল ঘোষণার আগে ক্লাবের কোচদের সঙ্গে আলোচনার প্রথা ভেঙেছেন কাবরেরা। মাঠে গিয়ে দেখেছেন দেশি ফুটবলারদের ম্যাচ। তার প্রথম জাতীয় দল থেকে তাই বাদ পড়েছেন ফর্মহীন ফুটবলাররা। বাদ পড়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের সাদ উদ্দিন, রহমত মিয়া, মানিক হোসেন মোল্লা। বসুন্ধরা কিংসের মতিন মিয়া, মাহাবুবুর রহমান সুফিল ও সাইফ স্পোর্টিং ক্লাবের রিয়াদুল হাসান রাফিও বাদ পড়েছেন এই দল থেকে। সবশেষে চার জাতি টুর্নামেন্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন সুশান্ত ত্রিপুরা, ফয়সাল আহমেদ ফাহিম, ওবায়দুর রহমান নবাব, ইয়াসিন খান ও রেজাউল করিম। চোটে দলে নেই তপু বর্মণ ও মোহাম্মদ হৃদয়। 

বাংলাদেশ স্কোয়াড
গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা ও শহিদুল আলম সোহেল। 
রক্ষণ: তারিক কাজী, টুটুল হোসেন বাদশা, রিমন হোসেন, ইয়াসিন আরাফাত, বিশ্বনাথ ঘোষ, ইসা ফয়সাল, রায়হান হাসান ও নাসিরুল ইসলাম নাসির।
মাঝমাঠ: জামাল ভুঁইয়া, মেরাজ হোসেন, সোহেল রানা, মাসুক মিয়া জনি ও আতিকুর রহমান ফাহাদ। 
আক্রমণ: সুমন রেজা, বিপলু আহমেদ, জুয়েল রানা, রাকিব হোসেন, নাবীব নেওয়াজ জীবন, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম। 

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার