হোম > খেলা > ফুটবল

রোনালদো–এমবাপ্পের জোড়া গোলে পর্তুগাল–ফ্রান্স ইউরোর মূল পর্বে

বয়স বাড়লেও ক্রিস্টিয়ানো রোনালদোর পারফরম্যান্সে পড়তি নেই। ৩৮ বছর বয়সেও পর্তুগালকে ম্যাচ জেতানোর দায়িত্ব নিয়েছেন তিনি কাঁধে। গতকাল ইউরো বাছাইয়ে আরেকবার করে দেখালেন সিআর সেভেন। তাঁর জোড়া গোলে ইউরোর মূল পর্ব নিশ্চিত করেছে পর্তুগাল।

গতকাল রোমাঞ্চকর ম্যাচে স্লোভাকিয়াকে ৩–২ গোলে হারিয়েছে পর্তুগাল। রোনালদোর জোড়া গোলের সঙ্গে অপরটি করেছেন গনঞ্জালো রামোস। আর প্রতিপক্ষের হয়ে গোল দুটি করেছেন ডেভিড হ্যানকো ও স্ট্যানিস্লাভ লোবোটকা।

ম্যাচের শুরু থেকেই দর্শক–সমর্থকদের রুদ্ধশ্বাস এক ম্যাচ উপহার দিয়েছে দুদলের খেলোয়াড়েরা। ‘বিনা যুদ্ধে নাহি দিব সূচ্যগ্র মেদিনী’ এমন ম্যাচই গতকাল হয়েছে পর্তুগাল–স্লোভাকিয়ার মধ্যে। যদিও ঘরের মাঠে প্রথমার্ধের ২৯ মিনিটের মধ্যেই ২ গোলে এগিয়ে গিয়েছিল রোনালদোরা। শুরুটা করেছিলেন রামোস। ব্রুনো ফার্নান্দেজর ক্রস থেকে ১৮ মিনিটে তাঁর হেডে প্রথম লিড পায় পর্তুগাল। তাঁর গোলের ১০ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সিআর সেভেন। পেনাল্টি থেকে ২৯ মিনিটে নিজের প্রথম গোল করেন পাঁচবারের ব্যালন ডি অর জয়ী।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করে স্লোভাকিয়া। তার ফলও হাতে–নাতে পায় তারা। ৬৯ মিনিটে ব্যবধান কমান হ্যানকো। কিন্তু ৪ মিনিটও ২–১ ব্যবধান ধরে রাখতে পারেনি সফরকারীরা। ৭২ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। বক্সের মধ্যে ফার্নান্দেজের পাওয়া পাসে শুধু পায়ের কাজটুকুই করেন আল নাসরের ফরোয়ার্ড। রোনালদোর এই গোলেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়েছিল। অবশ্য ৮০ মিনিটে স্লোভাকিয়ার মিডফিল্ডার লোবোটকা ৩–২ ব্যবধান করলে ম্যাচ জমে যায়। শেষ পর্যন্ত যদিও আর গোল শোধ দিতে পারেনি তাঁরা। এতে করে ৩–২ ব্যবধানের জয়ে ইউরোর পর্ব নিশ্চিত হয় পর্তুগালের।

পর্তুগালের মতো ফ্রান্সও ইউরোর মূল পর্বে জায়গা পেয়েছে। গতকাল রাতে নেদারল্যান্ডসকে ২–১ গোলে হারিয়ে। ফরাসিদের হয়ে রোনালদোর মতো জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। ডাচদের হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন কুইলিন্ডস্কি হার্টম্যান।

মেসিকে পাওয়া পুরো ভারতের জন্য স্মরণীয় এক মুহূর্ত: শচীন

দেশে ফিরতে পারছে না আর্জেন্টিনার ক্লাব, লাতিন বাংলার আয়োজকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি

মেসি কেন ভারতে একটা ম্যাচও খেলতে পারবেন না

ফিফাকে বিশ্বকাপ টিকিটের দাম কমাতে বলছেন নিউইয়র্কের মেয়র

বিশ্বকাপে ব্রাজিলের আরেক চ্যালেঞ্জের নাম ‘ভ্রমণ ঝক্কি’, স্বস্তিতে আর্জেন্টিনা

প্রত্যাবর্তনে রেকর্ড গড়ে কী বললেন সালাহ

কলকাতায় অরাজকতা হলেও সুশৃঙ্খল হায়দরাবাদ দেখলেন মেসি

সাবিনার কাঁধে আরেকটি সাফের দায়িত্ব

জয়ে ফিরল আবাহনী

মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা আটক