হোম > খেলা > ফুটবল

আর্সেনাল-সিটিজেনদের হাতে শিরোপা দেখছেন কন্তে 

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের প্রতিযোগিতা বেশ জমে উঠেছে। সেরা চারে থাকা নিয়ে দলগুলোর মধ্যে চলছে দারুণ প্রতিযোগিতা। টটেনহাম কোচ আন্তোনিও কন্তে মনে করেন, আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা বেশি। 

গতকাল হটস্পার স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-টটেনহাম। নর্থ লন্ডন ডার্বিতে টটেনহামকে ২-০ গোলে হারিয়েছে আর্সেনাল। যেখানে একটা গোল হয়েছে স্পার্স গোলরক্ষক হুগো লরিসের ভুলে। আর গানার্সদের হয়ে গোলটি করেছেন মার্টিন ওডিগার্ড। তাতে ৪৭ পয়েন্ট পেয়ে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল। আর ৩৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রইল টটেনহাম। দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটির পয়েন্ট ৩৯। কন্তের মতে, আর্সেনাল পয়েন্ট তালিকার শীর্ষে থাকার দাবিদার। ম্যাচ শেষে স্পার্স কোচ বলেন, ‘আজ রাতে আর্সেনাল যা খেলল, তাতে তারা পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দাবি করে। আমার মতে, আর্সেনাল, সিটি এই মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের দাবিদার।’ 

আর্সেনাল ম্যাচ জিতলেও আধিপত্য বিস্তার করে খেলেছিল টটেনহাম। ৫১ শতাংশ বল দখলে রেখেছিল স্পার্সরা। গানার্সদের গোলপোস্ট বরাবর শট নিয়েছিল ৭ টি। তারপরেও ম্যাচে কোনো গোল না করেই হেরে যায় কন্তের দল। স্পার্স কোচ বলেন, ‘আমি হতাশ। আমাদের শুরুটা দারুণ হয়েছিল। তারপরও গোল হজম করেছি। গোল দেওয়ার সুযোগ পেয়েছিলাম। তবে আর্সেনাল গোলরক্ষক দারুণভাবে সেভ করেছে।’

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন

১০০০ গোল না করা পর্যন্ত অবসর নেবেন না রোনালদো

রোনালদোভক্ত তনিমার দৃষ্টিনন্দন জোড়া গোলে শুরু নারী লিগ

এশিয়ান কাপের প্রস্তুতিতে মেয়েদের ভরসা ঘরোয়া লিগ

নৌকাডুবিতে ভ্যালেন্সিয়া কোচ ও তাঁর তিন সন্তানের মৃত্যু