হোম > খেলা > ফুটবল

চার বছর পর এসে জয় দেখলেন সাবেক আর্সেনাল কোচ 

চার বছর আগে আর্সেনালের দায়িত্ব ছেড়েছিলেন আর্সেন ওয়েঙ্গার। অবশেষে গতকাল বক্সিং ডেতে আর্সেনালের খেলা দেখতে এসেছিলেন সাবেক কোচ। ম্যাচ শেষে জয় দেখে মাঠ ছাড়লেন। গানার্সদের বর্তমান কোচ মিকেল আর্তেতা মনে করেন, এই জয় তাঁর (ওয়েঙ্গার) প্রাপ্য। 

গতকাল এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় আর্সেনাল-ওয়েস্ট হ্যাম। ওয়েস্ট হামকে ৩-১ গোলে হারায় গানার্সরা। যেখানে ২৭ মিনিটে সাইদ বেনরাহমার পেনাল্টিতে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। প্রথমার্ধ ১-০তে পিছিয়ে থেকে শেষ করে আর্সেনাল। আর দ্বিতীয়ার্ধ থেকেই ঘুরে দাঁড়ানো শুরু করে গানার্সরা। ৫৩, ৫৮ ও ৬৯ মিনিটে গোল তিনটি করেন বুকায়ো সাকা, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও এডি এনকিতা। 

ম্যাচ শেষে ওয়েঙ্গারকে ধন্যবাদ জানালেন আর্তেতা। আর্সেনালের বর্তমান কোচ বলেন, ‘খেলোয়াড়েরা জানতই না। এটা অবশ্যই বিশেষ দিন। আর্সেন সঠিক সময় বেছে নিয়েছেন। আসার জন্য তাকে (আর্সেন) অনেক ধন্যবাদ। সে সবার জন্য অনুপ্রেরণা।’

১৯৯৬ থেকে ২০১৮—দীর্ঘ ২২ বছর আর্সেনালের কোচের দায়িত্ব পালন করেছিলেন ওয়েঙ্গার। এই সময়ে আর্সেনাল ১৭৮৫ ম্যাচ খেলেছে। ৯৬৫ ম্যাচে জিতেছে, ড্র করেছে ৪১৬ ম্যাচে ও হেরেছে ৪০৪ ম্যাচে। আর আর্তেতার অধীনে চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে আছে আর্সেনাল। ১৫ ম্যাচে ১৩ জয়, ১ ড্র ও ১ পরাজয়ে ৪০ পয়েন্ট নিয়ে গানার্সরা আছে পয়েন্ট তালিকার শীর্ষে।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার