হোম > খেলা > ফুটবল

মেসি-হালান্ডদের লিগ থেকে যেখানে অনন্য সিরি-‘আ’ 

৩৩ বছরের অপেক্ষা শেষে গতকাল সিরি-‘আ’র শিরোপা জিতল নাপোলি। ডেসিয়া অ্যারেনাতে উদিনেসের বিপক্ষে ড্র করে আগেভাগেই ২০২২-২৩ সিরি-‘আ’ নিশ্চিত করল নেপোলিটানরা। নাপোলির শিরোপা জয়ই ইতালিয়ান এই লিগকে করেছে অনন্য। 

সিরি-‘আ’ তে সর্বশেষ চার মৌসুমে চারটি ভিন্ন দল শিরোপা জিতেছে। ২০১৯-২০ শিরোপা জিতেছে জুভেন্টাস। এরপর ২০২০-২১ এ জিতেছে ইন্টার মিলান। এসি মিলান জিতেছে ২০২১-২২ সিরি-‘আ’ আর গতকাল শিরোপা জিতেছে নাপোলি। সর্বশেষ চার মৌসুমের চারটিতে ভিন্ন চারটি দল শিরোপা অর্জনের একমাত্র ইউরোপীয় লিগ হলো সিরি-‘আ’। ইউরোপের বিখ্যাত লিগগুলোর মধ্যে আর কোনোটিতেই এমন রেকর্ড নেই। 

ইংলিশ প্রিমিয়ার লিগে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে লিভারপুল। এরপর টানা দুই মৌসুম ইপিএল শিরোপা জিতেছে ম্যানচেস্টার সিটি। সিটির সামনে এবার সুযোগ রয়েছে হ্যাটট্রিক করার। এবারের ইপিএল জয়ে সমানে সমানে লড়াই চলছে আর্সেনাল ও সিটির। এখন পর্যন্ত ৩৩ ম্যাচে ২৫ জয, ৪ ড্র ও ৪ পরাজয়ে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে সিটিজেনরা। আর ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্টে পয়েন্ট তালিকার দুইয়ে রয়েছে গানার্সরা। আর লিগ ওয়ানে ২০১৯-২০ মৌসুমের শিরোপা জিতেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। এরপরের মৌসুমের শিরোপা জিতেছে লিল। তারপর ২০২১-২২ মৌসুমের শিরোপা জেতে পিএসজি। প্যারিসিয়ানদের কাছে এবারও রয়েছে লিগ ওয়ান জয়ের সুযোগ। 

অন্যদিকে লা-লিগায় সর্বশেষ তিন মৌসুমে শিরোপা জিতেছে দুই মাদ্রিদ। ২০১৯-২০ জিতেছে রিয়াল মাদ্রিদ। এরপরের মৌসুমের শিরোপা জেতে আতলেতিকো মাদ্রিদ। আর গত মৌসুমের শিরোপা জিতেছে রিয়ালরা। এবার শিরোপা জয়ের সম্ভাবনা বেশি রয়েছে বার্সেলোনার। এক ম্যাচ জিতলেই ২০২২-২৩ লা লিগা চ্যাম্পিয়ন হবে কাতালানরা। আর বুন্দেস লিগাতে বায়ার্ন মিউনিখের একচ্ছত্র আধিপত্য। সর্বশেষ টানা দশ মৌসুমের সবকটিই জিতেছে বায়ার্ন। এবারের বুন্দেসলিগা জয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে বায়ার্ন ও বরুসিয়া ডর্টমুন্ডের। ৬২ ও ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার এক ও দুইয়ে রয়েছে বায়ার্ন ও ডটমুন্ড।

কলম্বিয়ায় ফুটবল ম্যাচে সহিংসতায় আহত ৫৯

ইরানে ম্যাচ না খেলে দুই বছর নিষিদ্ধ ভারতের মোহনবাগান

৫ গোলের থ্রিলারে রহমতগঞ্জের জয়, অঘটনের শিকার আবাহনী

লুসাইলে ফিরল আর্জেন্টিনার স্মৃতি, মরক্কোকে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন

আর্জেন্টিনা-স্পেনের ‘ফিনালিসিমা’ কবে, কখন, কোথায়

১৪ জানুয়ারি ঢাকায় আসছে ফিফা বিশ্বকাপের ট্রফি

রোনালদোর রেকর্ড ভাঙার আরও কাছে এমবাপ্পে, বেঁচে গেল রিয়াল

২০২৬ বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে ৬১০ কোটি টাকা

ছয় মাস আগে গাড়ি চালিয়ে লিভারপুলের ভক্ত-সমর্থকদের আহত করার শাস্তি পেলেন তিনি

কলকাতায় বিশৃঙ্খল অবস্থার জন্য মেসিকে দায়ী করলেন গাভাস্কার