হোম > খেলা > ফুটবল

বার্সার হয়ে মেসির যত রেকর্ড

নতুন চুক্তি না হওয়ায় লিওনেল মেসি-বার্সেলোনার দীর্ঘ ২১ বছরের পথচলা শেষ হয়ে গেছে। বার্সার সঙ্গে এই দীর্ঘ পথচলায় অসংখ্য রেকর্ড নিজের করে নিয়েছেন মেসি। মেসির বিদায়বেলায় বার্সার হয়ে আর্জেন্টাইন মহাতারকার কিছু গুরুত্বপূর্ণ রেকর্ড দেখে নেওয়া যেতে পারে।

  • ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে একই মৌসুমে (২০০৯-২০১০) ব্যালন ডি অর, ফিফা ওয়ার্ল্ড প্লেয়ার পুরস্কার, পিচিচি ট্রফি ও গোল্ডেন বুট জিতেছেন। 
  • সর্বোচ্চ ছয়টি ব্যালন ডি অর (২০০৯, ২০১০, ২০১১, ২০১২, ২০১৫, ২০১৯) জেতা একমাত্র খেলোয়াড়। 
  • সবচেয়ে কম বয়সে তিনটি ব্যালন ডি অর জিতেছেন। ২৪ বছর ৬ মাস ১৭ দিন বয়সেই তিনটি ব্যালন ডি অর জেতার কৃতিত্ব মেসির।
  • সর্বোচ্চ ছয়টি গোল্ডেন বুট (২০০৯-১০, ২০১১-১২, ২০১২-১৩, ২০১৬-১৭, ২০১৮-১৯) জিতেছেন।  
  • এক মৌসুমে (২০১১-১২) সবচেয়ে বেশি ৭৩টি গোল করেছেন। 
  • এক পঞ্জিকাবর্ষে (২০১২) সবচেয়ে বেশি ৯১টি গোল করেছেন। 
  • এক বছরে (২০১২) যৌথভাবে সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল ২৫টি (চ্যাম্পিয়নস লিগে ১৩টি, আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ১২টি)। ১৯০৯ সালে মেসির সমান ২৫টি গোল করেছিলেন ভিভিয়ান হুয়ান উডওয়ার্ড।
  • একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোল ৬৭২টি। পেছনে ফেলেছেন সান্তোসের হয়ে কিংবদন্তি পেলের ৬৪৩ গোল।
  • টানা সবচেয়ে বেশি ম্যাচে গোল। ২০১২-১৩ মৌসুমে টানা ২১ ম্যাচে ৩৩ গোল করেছিলেন মেসি। 
  • লা-লিগার সর্বোচ্চ গোলদাতা: ৪৭৪টি।
  • লা-লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিক: ৩১টি। 
  • সরাসরি ফ্রি কিক থেকে লা-লিগায় সবচেয়ে বেশি ৩৮টি গোল করেছেন মেসি।
  • লা-লিগায় সবচেয়ে বেশি ৩৮৩টি ম্যাচ জিতেছেন মেসি। 
  • এল-ক্লাসিকোয় সবচেয়ে বেশি ২৬টি গোল করেছেন মেসি।
  • ২০০৪ সালের অক্টোবরে অভিষেকের পর লা-লিগায় সবচেয়ে বেশি ৫২০ ম্যাচ খেলেছেন মেসি।

 

পয়েন্ট খুইয়ে বছর শুরু মোহামেডানের

লিগের সম্প্রচার বন্ধ, কী বলছে বাফুফে

লিগের মাঝপথে মোহামেডান ছাড়ার ঘোষণা মুজাফফরভের

মেসির সঙ্গে হচ্ছে না নেইমারের পুনর্মিলন, এখন কী হবে

হাঁটু্র চোটে এমবাপ্পে, অনিশ্চয়তায় রিয়াল মাদ্রিদ

আফ্রিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে শেষ ষোলোতে কে কাকে পেল

কেন তিন গোলরক্ষক নামিয়েছিল উগান্ডা

ফুটবলে নতুন আশা, ক্রিকেট করেছে হতাশ

হাকিমির ফেরার রাতে গ্রুপ চ্যাম্পিয়ন মরক্কো, ম্যাচ না জিতেও পরের রাউন্ডে মালি

২০২৬ বিশ্বকাপ দেখতে রেকর্ড ১৫ কোটি টিকিটের আবেদন