হোম > খেলা > ফুটবল

‘বিশ্বকাপের বড় ব্যর্থতা রোনালদো’

এবারের বিশ্বকাপে বেশ কয়েকজন তারকা ফুটবলারের মতো ক্রিস্টিয়ানো রোনালদোর দিকেও চোখ ছিল অনেকের। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের ঘটনায় বেশি আলোচিত ছিলেন রোনালদো। উপরন্তু পর্তুগালও ব্যর্থ হয়েছে কাতার বিশ্বকাপে। জার্মান কিংবদন্তি লোথার ম্যাথিউসের মতে, এবারের বিশ্বকাপে রোনালদো বড় ব্যর্থতা।

কাতার বিশ্বকাপে পর্তুগালের প্রথম গোল করেছিলেন রোনালদো। ঘানার বিপক্ষে পেনাল্টিত গোল করেছিলেন পর্তুগিজ এই তারকা ফুটবলার। এরপর উরুগুয়ের বিপক্ষে তার সেই বহুল আলোচিত গোলের ঘটনা তো আছেই। এমনকি কোচ ফার্নান্দো সান্তোসও তাকে ছাড়াই পর্তুগালের একাদশ সাজিয়েছিলেন। জার্মান কিংবদন্তি ম্যাথিউস তুলনা করতে গিয়ে লিওনেল মেসির কথা তুলে এনেছেন। জার্মান ট্যাবলয়েড পত্রিকা বিল্ডকে দেওয়া সাক্ষাৎকারে ম্যাথিউস বলেন, ‘এখন সে (রোনালদো) তার খ্যাতি নিজেই নষ্ট করেছে। তার দলে জায়গা পাওয়াটাই কঠিন। রোনালদোর জন্য আমার খারাপ লাগছে। মেসির সঙ্গে তুলনা করলে রোনালদো অবশ্যই বিশ্বকাপের বড় ব্যর্থতা। মেসি জয়ী খেলোয়াড়।’

জার্মানির জার্সিতে ম্যাথিউস খেলেছেন ১৫০ ম্যাচ। করেছেন ২৩ গোল, ১৮ গোলে অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে ২৫ ম্যাচে করেছিলেন ৬ গোল, ১ গোলে অ্যাসিস্ট করেছিলেন। জার্মানির ১৯৯০ বিশ্বকাপ জয়ী দলে ছিলেন এই কিংবদন্তি।

প্লে-অফেও সেই বেনফিকাকেই পেল রিয়াল

দেশের জন্যই শিরোপা উৎসর্গ সাবিনাদের

‘সাবিনাদের চ্যাম্পিয়ন হতে অনুপ্রেরণা জুগিয়েছেন তারেক রহমান’

ছাদখোলা বাসেই উদ্‌যাপন শুরু চ্যাম্পিয়ন বাংলাদেশের

রিয়ালের বিপক্ষে গোল করা গোলরক্ষক এখন ‘ল্যুভর জাদুঘরে’

সাবিনাদের অপেক্ষায় ছাদখোলা বাস

হেরে অপেক্ষায় রিয়াল, শেষ আটে বার্সার সঙ্গী কারা

প্রথমবারের মতো প্রবাসী নারী ফুটবলারকে নিয়ে বাফুফের দল ঘোষণা

ঢাকার ওয়ান্ডারার্সে ফরাসি সৌরভ ছড়াতে চান লোঁর

শেষ রাউন্ডে কার কী দরকার