হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার ব্যাটারের দিকে কেন তেড়ে গেলেন ভারতীয় অধিনায়ক 

নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ করেন হারমানপ্রীত কৌর। সংস্করণ বদলায়, ভেন্যু বদলায়, তবু হারমানপ্রীত আছেন আগের মতোই। ভারতীয় অধিনায়কের মধ্যে সব সময় দেখা যায় ‘যুদ্ধংদেহী মনোভাব।’ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে চলমান ভারত-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের একমাত্র টেস্টে ঘটিয়েছেন নাটকীয় এক ঘটনা। 

২১ ডিসেম্বর ওয়াংখেড়েতে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের একমাত্র টেস্ট। নিজেদের দ্বিতীয় ইনিংসে গতকাল টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করছিল অস্ট্রেলিয়া। ইনিংসের ৮০তম ওভারে বোলিং করতে আসেন হারমানপ্রীত। ওভারের তৃতীয় বলে হারমানপ্রীত বরাবর শট করেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। এখানেই ঘটে নাটকীয়তা। হারমানপ্রীত বল রিসিভ করে স্ট্রাইক প্রান্তে দাঁড়ানো হিলিকে লক্ষ্য করে ছুড়ে মারেন। শরীর বরাবর আসা বল কোনো রকমে ঠেকিয়েছেন হিলি। পরে সেটা থার্ড ম্যান দিয়ে চার হয়ে যায়। অস্ট্রেলিয়া অধিনায়ক বেশ হতভম্ব হয়েছেন এমন ঘটনায়। হারমানপ্রীত এরপর ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের’ আবেদন করলে অনফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী ও এন জননী তা নাকচ করে দেন। ঠিক তার পরের বলেই হিলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন হারমানপ্রীত।

সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এরপর ভারত করেছে ৪০৬ রান। ১৮৭ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৬১ রানে। ৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ভারত এখন পর্যন্ত করেছে ১ উইকেটে ১৮ রান।

এবার অন্য রকম অ্যাশেজ কাটাল অস্ট্রেলিয়া

‘সিলেটের জামাই’ হিসেবে খেলতে বেশি ভালো লাগে মঈনের

বিশ্বকাপের আগে বড় দুশ্চিন্তায় ভারত

‘মোস্তাফিজকে বাদ দেওয়ার সিদ্ধান্ত দুর্গন্ধ ছড়াচ্ছে’

মোস্তাফিজকে আইপিএলে ফেরানোর বিষয়ে কোনো কথাই হয়নি: বিসিবি সভাপতি

আইসিসিকে নতুন করে চিঠিতে কী লিখেছে বিসিবি

ব্যাটে-বলে সিলেটকে জেতালেন ‘জামাই’ মঈন আলী

জাতীয় দলে খেলতে কী করতে হবে আলিসকে

টানা হারে নোয়াখালীর দর্শকদের কাছে দুঃখ প্রকাশ করলেন সৌম্য

ভারতে না যাওয়ার সিদ্ধান্ত যদি বদলাতে হয় তখন, বিসিবিকে তামিমের প্রশ্ন