হোম > খেলা > ক্রিকেট

অস্ট্রেলিয়ার ব্যাটারের দিকে কেন তেড়ে গেলেন ভারতীয় অধিনায়ক 

নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ করেন হারমানপ্রীত কৌর। সংস্করণ বদলায়, ভেন্যু বদলায়, তবু হারমানপ্রীত আছেন আগের মতোই। ভারতীয় অধিনায়কের মধ্যে সব সময় দেখা যায় ‘যুদ্ধংদেহী মনোভাব।’ মুম্বাইয়ের ওয়াংখেড়েতে চলমান ভারত-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের একমাত্র টেস্টে ঘটিয়েছেন নাটকীয় এক ঘটনা। 

২১ ডিসেম্বর ওয়াংখেড়েতে শুরু হয়েছে ভারত-অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের একমাত্র টেস্ট। নিজেদের দ্বিতীয় ইনিংসে গতকাল টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করছিল অস্ট্রেলিয়া। ইনিংসের ৮০তম ওভারে বোলিং করতে আসেন হারমানপ্রীত। ওভারের তৃতীয় বলে হারমানপ্রীত বরাবর শট করেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালিসা হিলি। এখানেই ঘটে নাটকীয়তা। হারমানপ্রীত বল রিসিভ করে স্ট্রাইক প্রান্তে দাঁড়ানো হিলিকে লক্ষ্য করে ছুড়ে মারেন। শরীর বরাবর আসা বল কোনো রকমে ঠেকিয়েছেন হিলি। পরে সেটা থার্ড ম্যান দিয়ে চার হয়ে যায়। অস্ট্রেলিয়া অধিনায়ক বেশ হতভম্ব হয়েছেন এমন ঘটনায়। হারমানপ্রীত এরপর ‘অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের’ আবেদন করলে অনফিল্ড আম্পায়ার অনিল চৌধুরী ও এন জননী তা নাকচ করে দেন। ঠিক তার পরের বলেই হিলিকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন হারমানপ্রীত।

সিরিজের একমাত্র টেস্টে প্রথম ইনিংসে ২১৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া। এরপর ভারত করেছে ৪০৬ রান। ১৮৭ রানে পিছিয়ে থাকা অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে অলআউট হয়েছে ২৬১ রানে। ৭৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা ভারত এখন পর্যন্ত করেছে ১ উইকেটে ১৮ রান।

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে