হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলার আরেকটি পুরস্কার মিরাজের

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলে অলরাউন্ড পারফরম্যান্সে সিরিজসেরা হয়েছেন মেহেদী হাসান মিরাজ। সিরিজসেরার পুরষ্কার মিরাজ পেলেন। আইসিসির অলরাউন্ডার র‍্যাংকিংয়ে তিন ধাপ এগোলেন মিরাজ।

আজ সাপ্তাহিক র‍্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। অলরাউন্ডার র‍্যাংকিংয়ে এখন তিন নম্বরে আছেন মিরাজ। যেখানে গত সপ্তাহে ছয় নম্বরে ছিলেন মিরাজ। ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১১১.০২ স্ট্রাইকরেটে করেছেন ১৪১ রান। গড় ১৪১, যেখানে দ্বিতীয় ওয়ানডেতে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন মিরাজ। বোলিংয়ে ৬.৫৫ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। 

ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় বরাবরের মতো শীর্ষে আছেন সাকিব আল হাসান। ভারতের বিপক্ষে তিন ম্যাচে ২৬.৬৭ গড়ে করেছেন ৮০ রান এবং বোলিংয়ে ৪.৭৬ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। আফগানিস্তানের মোহাম্মদ নবী আছেন দুই নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ১৮.৩৩ গড়ে করেছেন ৫৫ রান এবং ৬.৯১ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। আফগানিস্তানের রশিদ খান, নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনার, জিম্বাবুয়ের সিকান্দার রাজা-তারা আছেন চার, পাঁচ ও ছয় নম্বরে।

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন

বিপিএলের চট্টগ্রাম-পর্ব বাদ দিল বিসিবি