হোম > খেলা > ক্রিকেট

কঠিন পরিস্থিতিতে শান্তদের দৌড় পরীক্ষা বাতিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাতিল করা হয়েছে ক্রিকেটারদের রানিং টেস্ট। আজ সকাল ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দৌড় পরীক্ষা দেওয়ার কথা ছিল বাংলাদেশ দল ও আশপাশের ক্রিকেটারদের। ক্রিকেট বোর্ড জানিয়েছে, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় রানিং টেস্ট বাতিল করেছে তারা। 

মিরপুরে হওয়ার কথা বাকি পরীক্ষাগুলো। জানা গেছে, সকাল ৬টা থেকে ৮টার মধ্যে জিমে ফিজিক্যাল স্ট্রেন্থ ট্রেনারদের কাছে শারীরিক শক্তির পরীক্ষা দেবেন শান্ত-মিরাজরা। 

সামনে বেশ কিছু টেস্ট রয়েছে বাংলাদেশ দলের। টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রেও সুবিধাজনক অবস্থানে নেই তারা। এ পর্যন্ত ৪ ম্যাচ খেলে হেরেছে ৩ ম্যাচে। নিজেদের সমৃদ্ধির জন্য লাল বলের প্রস্তুতে মনোযোগী টিম ম্যানেজমেন্ট। হাই পারফরম্যান্স, বাংলাদেশ টাইগার্স ও জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে গত দুই মাস ধরে চলছিল প্রস্তুতি ক্যাম্প। 

আগামী ১৬ আগস্ট পাকিস্তান সফরে যাবে নাজমুল হোসেন শান্তর দল। বাবর আজমদের বিপক্ষে দুই টেস্টের সিরিজের নজর তাদের। কাল থেকে জাতীয় দলের কোচিং স্টাফদের অধীনে ঢাকায় শুরু হচ্ছে ক্রিকেটারদের স্কিল ক্যাম্প। দেশে ফিরেছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। গতকাল রাতে ফেরার কথা স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদেরও। 

আগামী ২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩০ আগস্ট। তার আগে আগামী মঙ্গলবার ওয়ানডে ও লাল বলের ম্যাচ খেলতে ‘এ’ দল যাবে পাকিস্তান সফরে।

পাকিস্তানি অলরাউন্ডারের কাছে বিপিএল সৌভাগ্যের টুর্নামেন্ট

বিপিএলকে বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছেন ইমন

১৬ হাজার রান করে শচীনের আরেক রেকর্ড ভাঙলেন কোহলি

সিংহাসন কেড়ে নিতে বুমরার পেছনে লেগেছেন কামিন্স-স্টার্ক

সূর্যবংশীকে পেছনে ফেলে সাকিবের দ্রুততম সেঞ্চুরি, বিহারের রেকর্ড ৫৭৪

অ্যাশেজে আরও এক দফা ধাক্কা খেল ইংল্যান্ড

ঝোড়ো সেঞ্চুরিতে ডি ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন সূর্যবংশী

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড