হোম > খেলা > ক্রিকেট

টেস্টে দ্বিস্তর চান না লয়েড

ক্রীড়া ডেস্ক    

দ্বিস্তরের টেস্ট ক্রিকেট চান না লয়েড।

নতুন করে দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনা শুরু হওয়ায় হতাশ ক্লাইভ লয়েড। এই আলোচনা বন্ধের দাবি জানিয়ে ক্যারিবীয় ক্রিকেট কিংবদন্তি বলছেন, টেস্টে দ্বিস্তর চালু হয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ধ্বংস হয়ে যাবে!

বোর্ডার-গাভাস্কার সিরিজে উত্তেজনাপূর্ণ ক্রিকেট এবং দর্শকের ব্যাপক উপস্থিতি দ্বিস্তরের ক্রিকেট নিয়ে নতুন করে ভাবাচ্ছে ক্রিকেটের তিন মোড়ল—ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে। দ্বিস্তরের টেস্ট কাঠামোর পক্ষে আগেও ছিল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। ভারত আগে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের সুরে সুর না মেলালেও এবার মেলাচ্ছে। তার ওপর আইসিসির সভাপতি ভারতেরই হওয়ায়, এবার এবার হয়তো দ্বিস্তরের টেস্টকাঠামো আলোর মুখ দেখতেও পারে।

তবে তা হোক কিংবা না হোক, দ্বিস্তরের টেস্ট ক্রিকেট নিয়ে আলোচনাটাই পীড়া দিচ্ছে লয়েডকে। ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক বললেন, ‘এই খবর শুনে আমি খুবই বিরক্ত। বিষয়টিকে এখনই থামিয়ে দেওয়া উচিত। এখানে তো ৩০-৪০টি দল নেই, দল মাত্র ১০টি (আসলে ১২ টি)। আমাদের এমন একটা কাঠামো থাকা উচিত, যেখানে সবাই নিয়মিত খেলার সুযোগ পাবে।’

তবে লয়েডের বিশ্বাস, দ্বিস্তরের টেস্ট চালু হবে না। আর চালু হলে সেটা একটা ভুল পদক্ষেপ হবে বলেই মনে করেন তিনি, ‘এখনো টেস্ট ক্রিকেট খেলাটির সবচেয়ে আকাঙ্ক্ষিত সংস্করণ। এখন তো মনে হচ্ছে, এটাকে এক পাশে সরিয়ে রাখার ব্যবস্থা হচ্ছে। যদি এমনটাই হয়, তবে সেটি খুব বড় ভুল হবে।’

আর এটা বড় ক্ষতি করবে ক্যারিবীয় ক্রিকেটেরও। আর্থিকভাবে নিচের সারির দলগুলোও ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন লয়েড।

আইপিএল ইস্যুতে মোস্তাফিজের এখন কী অবস্থা, জানালেন সোহান

‘মোস্তাফিজের মতো আইপিএলের লোগো থেকেও মাশরাফিকে ভারত সরিয়ে ফেলবে’

সেঞ্চুরিতে পন্টিংয়ের পাশে এখন রুট, কত দূরে শচীন

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ: ভারতে খেলবে না বাংলাদেশ

জেতালেন মোস্তাফিজ, ম্যাচসেরা মাহমুদউল্লাহ

চুপ করে বসে থাকার উপায় নেই, মোস্তাফিজ ইস্যুতে তথ্য উপদেষ্টা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি

ভারতে যাবে না বাংলাদেশ, আইসিসির কাছে দ্রুত জবাব চায় বিসিবি

মোস্তাফিজের প্রতি অবিচার ও চরম অসহিষ্ণু আচরণ করেছে ভারত: বাফুফে সভাপতি

সিলেটকে উড়িয়ে রাজশাহীকে পেছনে ফেলল চট্টগ্রাম