হোম > খেলা > ক্রিকেট

শান্ত আর আমি ভুল করেছি, কেন বলছেন মিরাজ

ক্রীড়া ডেস্ক    

ম্যাচটা শেষ করে আসা উচিত ছিল বললেন মেহেদী হাসান মিরাজ। ছবি: বিসিবি

প্রথম ওয়ানডেতে হঠাৎ ধসে পড়ার ব্যাপারটি মেনে নিতে পারছে না বাংলাদেশ দলও। ২ উইকেটে ১২০ রান তুলে ইঙ্গিত দিচ্ছিল জয়ের। তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ল ব্যাটিং অর্ডার। ২৩ রানে ৮ উইকেট হারিয়ে হেরেই যায় বাংলাদেশ।

দ্রুত প্রথম উইকেট হারালেও দ্বিতীয় ও তৃতীয় উইকেটে পঞ্চাশোর্ধ্ব দুটি গড়েছিল বাংলাদেশ। তৃতীয় উইকেটে ৫৫ রানের জুটি গড়ে থিতু ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। ২৬তম ওভারে ৪৭ রানে শান্ত আউট হলে শুরু হয় আসা-যাওয়ার মিছিল।

ব্যাটিংয়ে হঠাৎ এমন ধস নামার ব্যাখ্যায় শারজায় আজ সংবাদমাধ্যমকে মিরাজ বলেছেন, ‘আমি আর শান্ত যখন ব্যাটিং করছিলাম উইকেটটা সহজ মনে হচ্ছিল। কিন্তু ২০ ওভার পর বলটা যখন একটু সফট পুরোনো হয়ে গেছে, বল বেশি টার্ন নিতে শুরু করে। মাঝখানে আমি আর শান্ত খুব সংগ্রাম করছিলাম, আমরা সেট ব্যাটার থাকাকালীন।’

মিরাজের মতে, ম্যাচটা তাঁদেরই শেষ করে আসা উচিত ছিল। কিন্তু বলের লাইন বোঝাই যেন কঠিন ব্যাপার ছিল মিরাজ-শান্তর জন্য। বাংলাদেশ দলের সহ-অধিনায়ক বলেন, ‘সেই সময়টা আমরা যেভাবে সেট ছিলাম। আমাদের মধ্যে কারও ম্যাচ শেষ করে আসা উচিত ছিল। আমি শান্তকে বলছিলাম আমাদের যেমন সমস্যা হচ্ছিল, খেলতে পরের ব্যাটারদের জন্য সমস্যা আরও বেশি হবে। উইকেটে বল এমন টার্নিং হচ্ছিল স্লো, সোজা বল আসছিল।’

মিরাজ বললেন ভুল করেছেন তাঁরা, ‘আপনি ধারণা করতে পারবেন না কোন বল টার্ন করবে, কোন বল সোজা চলে যাবে। এটা হঠাৎ করেই হয়েছিল। সেই সময়টা আমিও ভুল করেছি, শান্তও ভুল করেছে। আমরা এটা নিয়ে আলোচনা করেছি। এই উইকেটে আমার মনে সেট ব্যাটারদের শেষ করে আসা উচিত ছিল। এটা আমি শান্ত দুজনেই ভুল করেছি।’ আফগানদের বিপক্ষে কাল দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ বাঁচানোর জন্য মাঠে নামবে বাংলাদেশ।

শুরুটা দারুণ হলেও শেষটা বাজে তাসকিনের

চুরির আগে চোর ধরার উপায় বের করেছে বিসিবি

বাংলাদেশে অনেক প্রতিভাবান ক্রিকেটার দেখেছি, রংপুর কোচ

‘নোয়াখালী বিভাগ হলে খুব ভালো হবে’

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান কীভাবে করবে বিসিবি

মোস্তারির টানা তিন ফিফটিতে সবার ওপরে উত্তরাঞ্চল

রেকর্ড জয়ে দক্ষিণ আফ্রিকাকে পেছনে ফেলল নিউজিল্যান্ড, বাংলাদেশ কোথায়

কবে অবসর নেবেন রোহিত শর্মা

ভারতকে হারিয়ে ২১ লাখ টাকা পাচ্ছেন পাকিস্তানের ক্রিকেটাররা

আইসিসি কেন এই সিস্টেমের খরচ বহন করছে না, প্রশ্ন স্টার্কের