হোম > খেলা > ক্রিকেট

সনের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে দক্ষিণ কোরিয়া

বিশ্বকাপের মাসের শুরুতেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে চোট পেয়েছেন সন হিউয়েন-মিন। চোখে চোট পাওয়ার পর তাঁর বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই অনিশ্চয়তার মধ্যেও দলের সেরা তারকাকে রেখেই ২৬ সদস্যের বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ পাওলো বেন্টো।

মার্শেইয়ের বিপক্ষে চোট পাওয়ার পরেই জানা গিয়েছিল সনের চোখে সার্জারি লাগবে। এ জন্য ৩০ বছর বয়সী এই তারকা ফুটবলার বিশ্বকাপ মিস করবেন বলে শঙ্কা তৈরি হয়েছিল। সেই শঙ্কা এখনো রয়েছে। তবু তাঁকে রেখেই দল ঘোষণা করেছেন বেন্টো। দল ঘোষণার পর সনের চোটের বিষয়ে আপডেটও দিয়েছেন দক্ষিণ কোরিয়ার কোচ।

সনকে দলে রাখলেও তাঁর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আছে বলে মনে করেন বেন্টো। তিনি বলেছেন, ‘আমরা সন ও টটেনহামের মেডিকেল টিমের সঙ্গে যোগাযোগ করছি। তবে সে কবে দলের সঙ্গে অনুশীলন করবে সেই সময় ও দিন সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই। আমাদের অপেক্ষা করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার অনেক সময় আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে, তার সুস্থ হয়ে ওঠা ও স্বাচ্ছন্দ্য অনুভব করার ওপর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

২৪ নভেম্বর উরুগুয়ের বিপক্ষে কাতার বিশ্বকাপের অভিযান শুরু করবে দক্ষিণ কোরিয়া। ‘এইচ’ গ্রুপের অন্য দল দুটি হচ্ছে ঘানা ও পর্তুগাল।

দক্ষিণ কোরিয়ার বিশ্বকাপ একাদশ:

গোলরক্ষক: কিম সিউং-জিউ, সং বাম-কিউন, জো হাইয়ন-উ।

ডিফেন্ডার: কিম মিন-জ্যা, কিম ইয়ং-ওন, কোন কিউং-ওন, কিম মুন-ওয়ান, কিম জিন-সু, কিম ট্যা-ওয়ান, ইউন জং-জিউ, চো ইউ-মিন, হং চুল।

মিডফিল্ডার: ওন চ্যাং-হু, না স্যাং-হো, পাইক সিউং-হো, লি ক্যাং-ইন, লি জ্যা-সাং, জিওং উ-ইউং, ওয়াং ইন-বিওম, ওয়াং হি-চ্যান, সং মিন-কিউ, সন জুন-হো, না স্যাং-হো।

ফরোয়ার্ড: সং হিউয়েন-মিন, চো গিউ-সাং, ওয়াং উই-জো।

আমিরাতে রানার্সআপ হয়েও ভক্তদের হৃদয় জিতলেন সাকিব

বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ করতে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশ

ক্রিকেটকে বিদায় জানিয়ে শফিউল বললেন, অবহেলার শিকার হয়েছি

আইপিএল ইস্যুতে মোস্তাফিজের এখন কী অবস্থা, জানালেন সোহান

‘মোস্তাফিজের মতো আইপিএলের লোগো থেকেও মাশরাফিকে ভারত সরিয়ে ফেলবে’

সেঞ্চুরিতে পন্টিংয়ের পাশে এখন রুট, কত দূরে শচীন

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ: ভারতে খেলবে না বাংলাদেশ

জেতালেন মোস্তাফিজ, ম্যাচসেরা মাহমুদউল্লাহ

চুপ করে বসে থাকার উপায় নেই, মোস্তাফিজ ইস্যুতে তথ্য উপদেষ্টা

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ ভারত থেকে সরাতে ইতিবাচক আইসিসি