২৫ সেপ্টেম্বর, ২০২২ দিনটি বাংলাদেশের ক্রিকেটের জন্য অন্যতম ব্যস্ত একটি দিন। কোনটি ছেড়ে কোনটি দেখবেন, এমন ধন্ধে পড়ে যাবেন ক্রিকেটপ্রেমীরা। কারণ আজ একই দিনে তিনটি ভিন্ন ভিন্ন ম্যাচে খেলতে নামবে বাংলাদেশ। যার মধ্যে দুটি ম্যাচ খেলবেন ছেলেরা। অপর ম্যাচে মাঠে নামবেন বাংলাদেশ নারী দল।
বিশ্বকাপের প্রস্তুতির জন্য সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হতে যাওয়া সিরিজের প্রথম ম্যাচটি শুরু আজ রাত ৮টায়।
একই সময় শাহাদাত হোসেনের নেতৃত্বে দেরাদুন স্টেডিয়ামে খেলবে বাংলাদেশের আরেক দল। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ভারত লিজেন্ডসের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ লিজেন্ডস। এখন পর্যন্ত তিন ম্যাচের তিনটিতে হেরে পয়েন্ট তালিকার তলানিতে আছে বাংলাদেশ। টুর্নামেন্টে প্রথম জয়ের লক্ষ্যে নামবে বাংলাদেশ লিজেন্ডস।
সূচি: