হোম > খেলা > ক্রিকেট

কুইক দুর্দান্ত টি-টোয়েন্টি ইনিংস খেলে একটা ‘স্টেটমেন্ট’ রাখতে চান বুলবুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিসিবির নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

আমিনুল ইসলাম বুলবুল যখন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ মাঠে নেমেছেন, তখন আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি শুরু হয়নি। ক্রিকেটের সংক্ষিপ্ত খেলার সৌভাগ্য তাই তাঁর হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি পদে বসে টি-টোয়েন্টি ঘরানায় কাজ করতে চান বলে জানিয়েছেন বুলবুল।

ফারুকের বিসিবি সভাপতির পদ থেকে পদত্যাগের বিষয়টি নিয়ে গতকাল বৃহস্পতিবার দিনভর চলছিল নানা আলোচনা। তখনই গুঞ্জন ওঠে, বুলবুল হতে যাচ্ছেন বিসিবির নতুন সভাপতি। যে এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে ফারুক বিসিবি সভাপতি হয়েছিলেন, সেই সূত্রে তাঁকে অপসারণের পর বিসিবিপ্রধানের পদ শূন্য হয়ে যায়। আজ সেই শূন্যস্থান পূরণ করেছেন বুলবুল। বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কী করতে চান, এই প্রশ্নের উত্তরে নবনির্বাচিত বিসিবি সভাপতি মিরপুরে সংবাদ সম্মেলনে বলেন, ‘টেস্ট তো পাঁচ দিনের খেলা আর ওয়ানডে হয় সাত ঘণ্টার। একটা টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই আমি।’

বিসিবির পরবর্তী নির্বাচন এ বছরের অক্টোবরে। সে হিসাবে আগামী নির্বাচন পর্যন্ত বুলবুল বিসিবির সভাপতি হিসেবে থাকছেন। তবে নির্দিষ্ট কত দিনের জন্য বিসিবিপ্রধানের চেয়ারে বসেছেন তিনি, স্পষ্ট কিছু বলেননি। সাংবাদিকদের বিসিবি নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোনো নির্দিষ্ট সময়সীমা নিয়ে এখানে আসিনি।’

বাংলাদেশের জার্সিতে ১৯৯৮ থেকে ২০০২ সাল পর্যন্ত ১৩ টেস্ট ও ৩৯ ওয়ানডে খেলেছেন বুলবুল। আন্তর্জাতিক ক্রিকেটে ৫২ ম্যাচ খেলা এই ক্রিকেটার দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন। আজ আনুষ্ঠানিকভাবে বিসিবির সভাপতি নির্বাচিত হওয়ার পর সংবাদ সম্মেলনে বুলবুল বলেন, ‘আজকের দিনটি আমার জন্য একটি নতুন অধ্যায়। ৩০ মে ২০২৫। এই যাত্রার পেছনে একটি ছোট কিন্তু গল্প রয়েছে। আমি কখনো আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ ক্রিকেট দল থেকে অবসর নিইনি। তবে আমার খেলোয়াড়ি অধ্যায় একসময় শেষ হয়ে গিয়েছিল। তারপর ১৯ বছর ধরে আমি ক্রিকেটের উন্নয়নে কাজ করেছি আইসিসি ও এসিসির সঙ্গে যুক্ত থেকে।’

২০২৪ সালের ২১ আগস্ট নাজমুল হাসান পাপনের পদত্যাগের পর বিসিবি সভাপতির চেয়ারে বসেছিলেন ফারুক। এনএসসির মাধ্যমে বোর্ড পরিচালক হয়ে সেদিনই বিসিবি সভাপতি হয়েছিলেন তিনি। এবার পরিচালক পদে বুলবুলকে নিয়োগ দেয় এনএসসি। পরে তিনিই হয়ে যান বিসিবির ১৬তম সভাপতি।

সুপার ওভার রোমাঞ্চে জিতল রাজশাহী

শামীমের ঝোড়ো ব্যাটিংয়েও জিততে পারল না ঢাকা

একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া

দেখে নিন নতুন বছরে ক্রিকেট-ফুটবলে বাংলাদেশের সূচি

রাষ্ট্রীয় শোকের পরিবেশে আতশবাজি-পটকা ফোটানো হচ্ছে কেন, তামিমের প্রশ্ন

আফগানিস্তান কি এবারও টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলবে

বিপিএল থেকে কেন বাদ চট্টগ্রাম, ব্যাখ্যা দিল বিসিবি

সবুজসংকেত পেয়েও সাকিবের দেশে না ফেরার ব্যাখ্যায় বিসিবি যা বলছে

রুটের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ব্রুক

রশিদের নেতৃত্বেই বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, আরও যাঁরা আছেন