হোম > খেলা > ক্রিকেট

তামিমের প্রসঙ্গ ‘অযৌক্তিক’ মনে করছেন হাথুরু

২০০৭ থেকে ২০১৯—টানা চার ওয়ানডে বিশ্বকাপ খেলার পর এবারই খেলা হচ্ছে না তামিম ইকবালের। এবারের বিশ্বকাপে তাঁর (তামিম) না খেলা নিয়ে হয়েছে অনেক আলোচনা-সমালোচনা। আর তামিমের প্রসঙ্গ এখন মানানসই নয় বলে মনে করছেন বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল ধর্মশালায় শুরু হচ্ছে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। প্রতিপক্ষ আফগানিস্তান বলেই এসেছে তামিমের প্রসঙ্গ। যেখানে বাংলাদেশের বাঁহাতি ব্যাটার আফগানদের বিপক্ষে ক্যারিয়ারের শেষ চার ওয়ানডে খেলেছেন। শেষ চার ওয়ানডেতে ৭৮ বলে করেছেন ৪৪ রান, স্ট্রাইক রেট ৫৬.৭১ ও গড় ১১। চার ম্যাচেই তিনি আউট হয়েছেন ফজলহক ফারুকির বলে। যেখানে ফারুকি বিশ্বকাপে থাকলেও নেই তামিম। সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকে প্রশ্ন করা হয়েছে, ‘ফারুকি-তামিমের মধ্যে লড়াই হবে না। এটা আপনার জন্য স্বস্তিদায়ক?’ বাংলাদেশ প্রধান কোচ উত্তর দিয়েছেন, ‘এটা অবান্তর প্রশ্ন। আপনি এমন কারও কথা জিজ্ঞাসা করছেন যে এখানে নাই। তাই আমি বলতে পারব না, এটা আমার জন্য স্বস্তি দায়ক কি না। ফারুকি ভালো বোলার। গত দুই বছর ধরে আফগানিস্তানের হয়ে সে দারুণ খেলছে। যারা এখানে আছে, তাদের সবাইকে আমাদের যথার্থ সম্মান দিতে হবে।’ 

তামিমকে ছাড়া বাংলাদেশের বিশ্বকাপের ১৫ সদস্যের দল ঘোষণা হয় ২৬ সেপ্টেম্বর। আর বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল দেশ ছেড়েছিল ২৭ সেপ্টেম্বর। দল ছাড়ার পরই তিনি নিজের ফেসবুক পেজে ১২ মিনিটের এক ভিডিও বার্তা দিয়েছেন। বাংলাদেশের বাঁহাতি ওপেনার নিজের ফিটনেস ইস্যুসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।

প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র

সিলেটকে হারিয়ে ফের টেবিলের শীর্ষে চট্টগ্রাম

পিএসএল নিলামে নাম দিলেন যে ১০ বাংলাদেশি ক্রিকেটার

ক্যারিয়ারসেরা ইনিংসের পর নাসিরের কণ্ঠে ‘আক্ষেপ’

আইসিসিকে আবারও বোঝাবে বিসিবি

মর্যাদার প্রশ্নে আপস করে ভারতে খেলবে না বাংলাদেশ: ক্রীড়া উপদেষ্টা

অনিশ্চয়তার পরও বিক্রি হচ্ছে কলকাতায় বাংলাদেশের ম্যাচের টিকিট

নোয়াখালীকে উড়িয়ে দিল ঢাকা, নাসিরের সেঞ্চুরির আক্ষেপ

আসল সত্যটা সবার জানা দরকার, বিপিএল ইস্যুতে ভারতীয় উপস্থাপিকা

ভারতে খেলার ব্যাপারে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির নীতিনির্ধারকদের সভা