হোম > খেলা > ক্রিকেট

ভারতীয় ক্রিকেট বোর্ডকে ‘নির্লজ্জ’ বলছেন নেটিজেনরা

বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই যেন অন্যরকম এক আবহ। এশিয়া কাপ হোক বা আইসিসি ইভেন্ট; এই দুই প্রতিবেশীর ম্যাচ ঘিরে থাকে তুমুল উত্তেজনা। অ্যাডিলেডে আজ শ্বাসরুদ্ধকর ম্যাচে ডার্কওয়ার্থ লুইস মেথডে (ডিএলএস) ৫ রানের জয় পায় ভারত। তবে ম্যাচের উত্তেজনা ছাপিয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বৃষ্টি। তবে বৃষ্টির পর ম্যাচ পরিচালনা নিয়ে এখন ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) অনেকে দুয়োধ্বনি দিচ্ছেন।

বাংলাদেশের সামনে লক্ষ্য ছিল ২০ ওভারে ১৮৫ রান। প্রথম ৭ ওভারে বাংলাদেশ বিনা উইকেটে ৬৬ রান তোলার পর বৃষ্টিতে খেলা অনেকক্ষণ বন্ধ থাকে। এরপর যখন খেলা শুরু হয়, ডিএলএস মেথডে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১৫১ রান। এরপরই ঘটে যত বিপত্তি। দুই রান নিতে গিয়ে পিছলে পড়ে রান আউট হয়ে যান ২৭ বলে ৬০ রান করা ওপেনার লিটন দাস। ভারতীয় ফিল্ডাররাও পিছলে গেছেন বারবার। মাঠের আউটফিল্ড হয়ে পড়েছিল ধীরগতির।

যার ফলে বৃষ্টির পরে খেলা চালানো নিয়ে অনেকেই আপত্তি জানিয়েছেন। নেটিজেনদের সব রাগ গিয়ে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর। হাসান চিমা নামের একজন টুইটারে লিখেছেন, ‘ভেজা মাঠে পিছলে গিয়ে একজন রান আউট হয়েছেন। আর খেলা এখনও চলছে। বিসিসিআই চরম নির্লজ্জ।’

উসামা জাফর নামের একজন টুইট করেন, ‘খেলোয়াড়রা পিছলে পড়ে যাচ্ছেন অথচ বিসিসিআই তাদেরকে খেলাচ্ছে। কেউ যদি এরপর বলে যে টাকা পয়সার কোনো প্রভাব নেই, তাকে চড় মারব।’

অবিনাশ আরিয়ান নামের আরেকজনের টুইট, ‘হ্যালো বিসিসিআই, বিশ্বকাপ কি কিনে নিলে!’

লাহোরি গায় নামের একজন টু্ইট করেছেন, ‘বিসিসিআই প্রমাণ করল যে টাকা দিয়ে সব কিছু কেনা যায়।’

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে উত্তাপ শুরু হয় ২০১৫ বিশ্বকাপ থেকেই। মেলবোর্নে সেই কোয়ার্টার ফাইনালে বেশ কিছু সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গিয়েছিল। রোহিত শর্মাকে নট আউট দেওয়া, মাহমুদুল্লাহ রিয়াদকে আউট দেওয়া— এমন কিছু সিদ্ধান্তে প্রতিবাদের ঝড় উঠেছিল। এরপর থেকেই বাংলাদেশ-ভারত যখন আইসিসি ইভেন্টে মুখোমুখি হয়, তা যেন আলাদা এক মাত্রা পায়।

টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কিত আরও পড়ুন:

বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডের সঙ্গে কথা হয়নি আইসিসির

রংপুরের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেটের বার্তা সিলেটের

উইজডেনের বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে মোস্তাফিজ, আরও যাঁরা আছেন

বিসিবিকে ২১ জানুয়ারির ডেডলাইনের ব্যাপারে কিছু বলেনি আইসিসি

ভারত সিরিজের চেয়ে বিপিএলকে বেশি গুরুত্ব দিচ্ছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার

বাংলাদেশ না খেললে বিশ্বকাপে স্কটল্যান্ড

বাংলাদেশকে ‘সমর্থন’ জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি বন্ধ রাখল পাকিস্তান

আইপিএলের মতো ‘সিস্টেম’ এবার চালু হচ্ছে পিএসএলেও

বিশ্বকাপ দলের পাঁচ তারকা ছাড়াই পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া

বিসিবির দুর্নীতিবিরোধী ইউনিটের কাজে ক্ষুব্ধ সাইফ