একাত্তরের গণহত্যা শুধু বাংলাদেশের নয়, বিশ্ব মানবতার ইতিহাসেও কলো অধ্যায় হয়ে আছে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর যে পরিকল্পিত গণহত্যা চালিয়েছে, সেটি ইতিহাসে বিরল। ৩০ লাখ শহীদের রক্ত ও দুই লক্ষাধিক নারীর সম্ভ্রমের বিনিময়ে পাওয়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছে জাতি।
একাত্তরের ওই গণহত্যায় পাকিস্তানকে অনেকবার ক্ষমা চাইতে বলেছে বাংলাদেশ সরকার। কিন্তু পাকিস্তান সরকারের তরফ থেকে এ ব্যাপারে কখনো ইতিবাচক সাড়া দিতে দেখা যায়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতেই পাকিস্তান ক্রিকেট দল যখন বাংলাদেশ সফর করছে, তখন এ দাবি ফের সামনে এনেছেন এক বাংলাদেশি দর্শক।
আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তৌহিদ রিয়াদ নামে ওই দর্শক হাতে একটি ব্যানার নিয়ে গ্যালারিতে আসেন। তাতে লেখা ছিল, ‘১৯৭১-এর গণহত্যায় পাকিস্তানকে অপরাধ স্বীকার করতে হবে।’
তৌহিদের সেই দাবি জানানোর ছবিটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ ব্যাপারে জানতে চাইলে তৌহিদ আজকের পত্রিকাকে বলেন, ‘কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বা কারও চাপে পড়ে নই, কাজটি আমি দেশের প্রতি দায়িত্ববোধ থেকেই করেছি। আমার কাছে মনে হয়েছে দাবি জানানোর এটাই (গ্যালারি) সঠিক জায়গা।’
তৌহিদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী। বেশ কয়েকটি সংবাদমাধ্যমেও কাজ করার অভিজ্ঞতা আছে তাঁর।