হোম > খেলা > ক্রিকেট

সাকিব-তামিমের ‘খারাপ’ সম্পর্কে সমস্যা দেখেন না হাথুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই দিন আগে এক সাক্ষাৎকারে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বাংলাদেশ দলের ড্রেসিংরুম স্বাস্থ্যকর নয়। এর অন্যতম কারণ হিসেবে তিনি দাবি করেছেন—দলের মধ্যে গ্রুপিং রয়েছে। এ ছাড়া তিনি জানিয়েছেন, দলের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবাল একে অন্যের সঙ্গে কথা বলেন না। তবে এ নিয়ে খুব বেশি চিন্তিত নন বাংলাদেশ দলের কোচ চণ্ডিকা হাথুরুসিংহে।

আগামীকাল ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করার আগে তিনি জানিয়েছেন, সাকিব-তামিমের বিষয়গুলো যদি দলে প্রভাব না পড়ে, তিনি কোনো সমস্যা দেখছেন না। আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে  হাথুরু বলেন, ‘প্রথমত আমি এখানে এসেছি সাত দিন হয়েছে। আমি এমন ড্রেসিং রুম ও দলেও ছিলাম, যেখানে সবার সঙ্গে সবার মিল ছিল না। কিন্তু যখন তারা মাঠে নামত, তারা দেশের হয়ে খেলত। জাতীয় দলের হয়ে খেললে আপনি এটিই আশা করবেন। আপনাকে খুব ভালো বন্ধু হতে হবে না অথবা একসঙ্গে খাবার খেতেও হবে না।’

বাংলাদেশ কোচ বললেন, ‘যতক্ষণ পর্যন্ত (দলের ওপর) কোনো প্রভাব পড়ছে না, আমার কোনো সমস্যা নেই এবং আমি কোনো সমস্যা দেখছিও না।’

সাকিব-তামিম নিজেদের দায়িত্ব বুঝতে পেরেছেন, এতেই খুশি হাথুরু। বাংলাদেশের লঙ্কান কোচ বললেন, ‘আমার মতে, তারা অনেক উন্নতি করেছে। বিশেষ করে নিজেদের ভূমিকা বুঝতে পারার ব্যাপারে। তারা কীভাবে প্রস্তুতি নিতে চায়, সেটি তারা নিজেরাই ঠিক করছে। এ বিষয়ে অনেক উন্নতি হয়েছে। এটি দেখে আমি খুব খুশি। তরুণদেরও খুব বেশি কিছু বলতে হয় না। তারা জানে, কীভাবে প্রস্তুতি নিতে চায়। তো এদিক থেকে খুব উন্নতি হয়েছে।’

আরও পড়ুন:

বিশ্বকাপ খেলা হলো না বাংলাদেশের

আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে: ক্রীড়া উপদেষ্টা

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ