ক্রিকেটে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। সেখানে যদি মঞ্চটা যদি হয় বিশ্বকাপ, তাহলে তো কথায় নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপেও দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখা যাবে। ২৪ অক্টোবরের সেই মহারণে ভারতকে হারাবে পাকিস্তান—এমনটাই বিশ্বান ওয়াকার ইউনিসের।
তিন সংস্করণ মিলিয়ে দুই দলের দেখায় এগিয়ে আছে পাকিস্তান। তবে বিশ্বমঞ্চে বারবার পা হড়কিয়েছেন ইমরান খান, ওয়াসিম আকরাম, শোয়েব আখতার থেকে শুরু করে হালের বাবর আজম, শাহীন শাহ আফ্রিদিরা। টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে বিশ্বকাপ— একবারও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান।
তবে এবার ওয়াকারের বিশ্বাস, ভারতের বিপক্ষে জিতবে পাকিস্তানই। তিনি বলেছেন, ‘বিশ্বাস করি, প্রথম ম্যাচে ভারতকে হারাতে পারবে পাকিস্তান। যদি তারা নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে। ম্যাচটা অবশ্যই প্রতিপক্ষের জন্য সহজ হবে না। আমাদের দলে এমন খেলোয়াড় আছে, যারা পার্থক্য গড়ে দিতে পারে।’
ক্রিকেটের সবচেয়ে অননুমেয় দলের নাম পাকিস্তান। সহজ ম্যাচ কঠিন বানিয়ে হেরে যাওয়া কিংবা কঠিন ম্যাচে দারুণ কিছু করে জেতার ইতিহাস অবশ্য এই দলের কম নেই। সব সময় বিশ্বমানের কিছু ম্যাচ জেতানো খেলোয়াড় দেখা গেছে পাকিস্তান দলে। বিশ্বকাপের এই দলেও আছেন তেমন কিছু খেলোয়াড়। ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে তারাই— এমনটাই বিশ্বাস ওয়াকারের।
সুপার টুয়েলভে দুই দলেরই এটি প্রথম ম্যাচ। তাই ওয়াকার মনে করেন, চাপ থাকবে সবার ওপরেই। এ প্রসঙ্গে ওয়াকার বলেছেন, ‘এটা অনেক বড় ম্যাচ এবং দুই দলের ওপরই চাপ থাকবে। কারণ টুর্নামেন্টে এটিই তাদের প্রথম ম্যাচ। তবে প্রথম কিছু ডেলিভারি ও শুরুর রানগুলো গুরুত্বপূর্ণ হবে। আমরা যদি ভালোভাবে মানিয়ে নিতে পারি, তাহলে জিততে পারব।’