হোম > খেলা > ক্রিকেট

বন্যাদুর্গত এলাকায় ত্রাণ পাঠাল বিসিবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বন্যার্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা আগেই দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিজস্ব তহবিল থেকে ১ কোটি টাকা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার কথা জানিয়েছিল তারা। এবার ক্রিকেট বোর্ড বন্যাদুর্গত এলাকায় ত্রাণও পাঠিয়েছে।

বিসিবি জানিয়েছে, আজ সকালে শুকনা খাবারসহ গুরুত্বপূর্ণ কিছু জিনিসপত্রের ৩ হাজার প্যাকেট বন্যাদুর্গত এলাকায় পাঠিয়েছে তারা। একেকটা ব্যাগে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, মোমবাতি, লাইটার ও খাবার স্যালাইন দেওয়া হয়েছে। 

বন্যাকবলিত এলাকায় খাবারের সংকটের পাশাপাশি বিদ্যুৎ না থাকায় রাতে সমস্যায় পড়তে হয় দুর্গতদের। তাই মোমবাতি ও লাইটার এই মুহূর্তে গুরুত্বপূর্ণ। বিসিবির পাশাপাশি ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন বন্যার্তদের পাশে। 

গতকাল দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি রাওয়ালপিন্ডি থেকে আরেকটি অবদানের ঘোষণা দেন মুশফিক। ম্যাচ-সেরা পুরস্কারের পুরো প্রাইজমানি বন্যার্তদের সহায়তায় দেবেন এই উইকেটরক্ষক-ব্যাটার। আরেক উইকেটরক্ষক লিটন দাসও তাঁর পুরস্কারের টাকা দেবেন বন্যার্তদের সহায়তায়। 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুশফিক বলেছেন, ‘আমি একটি ঘোষণা করতে চাই, আমার পুরস্কারের অর্থ বাংলাদেশের বন্যার্তদের দান করতে চাই। দেশের সবাইকে অনুরোধ করব, যাদের সামর্থ্য আছে, সবাই যাতে এগিয়ে আসে।’ ম্যাচ-সেরার পুরস্কার পেয়েছেন ৩ লাখ পাকিস্তানি রুপি, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ লাখ ২৮ হাজার টাকা। 

ইতিমধ্যে সর্বশেষ যুব বিশ্বকাপের ক্রিকেটাররা বন্যাদুর্গত এলাকায় গিয়ে ত্রাণ বিতরণ করেছেন। এগিয়ে আসার ঘোষণা দিচ্ছেন অনেকেই।

বিকেলে কাঁপালেন মোস্তাফিজ, রাতে সাকিব

ভারতকে একা হাতে শেষ করে দেওয়া কে এই সামির মিনহাজ

হঠাৎ ভাত থেকে স্যান্ডউইচে চলে গেলি, শামীমকে সাইফউদ্দিন

এবারও পাকিস্তানের বোর্ডপ্রধানকে বর্জন করলেন ভারতীয় ক্রিকেটাররা

দুবাইকে জিতিয়ে ম্যাচসেরা মোস্তাফিজ

মিঠুনকে কেন অধিনায়ক করল ঢাকা ক্যাপিটালস

মোস্তারির ফিফটিতে উত্তরাঞ্চলের হ্যাটট্রিক জয়, হেরেই চলেছে পূর্বাঞ্চল

ভারতকে গুঁড়িয়ে ১৩ বছর পর চ্যাম্পিয়ন পাকিস্তান

১ ওভারে মোস্তাফিজের ৩ উইকেট, হলো না হ্যাটট্রিক

বিপিএলে রাজশাহীর উইকেটরক্ষক আসলে কে, মুশফিক নাকি আকবর