হোম > খেলা > ক্রিকেট

ভিসা জটিলতায় ভারতে যেতে দেরি খাজার

সবকিছু ঠিক থাকলে সতীর্থদের সঙ্গে ভারত সফরে আজ যাওয়ার কথা ছিল উসমান খাজার। তবে যথাসময়ে ভিসা না পাওয়ায় ভারতের বিমান ধরা হয়নি অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটারের। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) এক মুখপাত্র জানিয়েছেন, খাজা অস্ট্রেলিয়ার একমাত্র খেলোয়াড়, যিনি যথাসময়ে ভিসা পাননি। খাজা এরপর নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক মজাদার পোস্ট করেন। বাগানে বসে থাকা এক ভদ্রলোকের ছবি পোস্ট করে অস্ট্রেলিয়ার এই বাঁহাতি ব্যাটার লিখেছেন, ‘এভাবেই আমি ভারতীয় ভিসার জন্য অপেক্ষা করছি।’ 

সিএ আশা করছে, বুধবারই খাজা ভিসা পেয়ে যাবেন। অস্ট্রেলিয়ার এই টপ অর্ডার ব্যাটারের নামে বৃহস্পতিবার বিমানের টিকিট কেটে রাখা হয়েছে। দলের বেশ কজন সাপোর্ট স্টাফও বৃহস্পতিবারের বিমানে ভারতে যাচ্ছেন। 

খাজার সঙ্গে এমন ঘটনা প্রথমবার ঘটছে তা নয়, ২০১১ সালেও এমন ঘটনার সম্মুখীন হয়েছিলেন তিনি। যদি ভিসা আবেদনকারী বা তাঁদের কেউ পাকিস্তানি বংশোদ্ভূত হন, তাহলে ভারতের ভিসা পেতে একটু সমস্যা হয়। খাজা পাকিস্তানে জন্মগ্রহণ করলেও পরে অস্ট্রেলিয়াতেই স্থায়ীভাবে থাকা শুরু করেন। 

২০২২ সালে প্রায় আড়াই বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন খাজা। ফেরার পর শুধু টেস্টই খেলেছেন তিনি। ১২ টেস্টে ৭৯.৬৯ গড়ে করেছেন ১২৭৫ রান। করেছেন ৫টি করে সেঞ্চুরি ও ফিফটি। অস্ট্রেলিয়ার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার শেন ওয়ান অ্যাওয়ার্ড জিতেছেন এই টপ অর্ডার ব্যাটার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে লঙ্কান ডেরায় মালিঙ্গা

বিপিএলের সূচিতে ফের পরিবর্তন আনল বিসিবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় পাকিস্তান

খালেদা জিয়ার প্রয়াণে কাঁদলেন বিসিবি সভাপতি

গম্ভীরকে কি তাহলে বরখাস্ত করতে যাচ্ছে ভারত

বিপিএলে স্থগিত হওয়া ২ ম্যাচের সূচি জানাল বিসিবি

চোট নিয়ে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে আর্চার

জাতীয় দলে আর খেলার ‘শখ’ নেই সাকিবের

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিব-তামিমদের শোকবার্তা

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের শোক