হোম > খেলা > ক্রিকেট

মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় হতাহতের স্মরণে কোহলিদের শোক 

মর্মান্তিক এক ট্রেন দুর্ঘটনা গতকাল ঘটেছে ওডিশায়। দুর্ঘটনায় আহত-নিহত হয়েছে কয়েক শ মানুষ। হতাহতদের স্মরণে শোক প্রকাশ করেছেন বিরাট কোহলিসহ ভারতের তারকা ক্রিকেটাররা।

সামাজিক মাধ্যমে আজ সকালে শোকবার্তা জানিয়েছেন কোহলি। ভারতীয় এই ব্যাটার টুইট করেছেন, ‘ওডিশায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় ভীষণ দুঃখিত। যেসব পরিবার তাদের প্রিয়জনকে হারিয়েছে, তাদের প্রতি আমার প্রার্থনা রয়েছে সব সময়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ শোক জানিয়েছেন ভারতের অন্যান্য তারকা ক্রিকেটারও। বীরেন্দ্র সেহবাগ টুইটারে লিখেছেন, ‘ওডিশায় করমণ্ডল এক্সপ্রেসের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনার খবর শুনে ভীষণ খারাপ লাগছে। প্রিয়জন হারানো পরিবারের প্রতি সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ আর গত রাতে হরভজন সিং টুইট করেন, ‘ওডিশায় করমণ্ডল এক্সপ্রেস এবং অন্য একটি যাত্রীবাহী ট্রেনের রেল দুর্ঘটনা খুবই বেদনাদায়ক। প্রিয়জন হারানো পরিবারের প্রতি প্রার্থনা থাকবে সব সময়। দুর্ঘটনাকবলিত যাত্রীদের দ্রুত উদ্ধারে ভারতের রেল মন্ত্রণালয় ও ওডিশা সরকারের কাছে আর্জি জানাচ্ছি।’

গতকাল সন্ধ্যা ৭টায় ওডিশার বালাসোর জেলার বাহাঙ্গাবাজার এলাকায় ২৩ কামরার করমণ্ডল এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে থাকা একটি মালগাড়িতে ধাক্কা দেয়। ট্রেনটির ইঞ্জিন উঠে যায় মালগাড়ির ওপর। শালিমার থেকে চেন্নাই যাচ্ছিল করমণ্ডল। মালগাড়িতে ধাক্কার পর প্রথম তিনটি বাদে করমণ্ডল এক্সপ্রেসের বাকি সব কামরাই ছিটকে পাশের রেললাইনে গিয়ে পড়ে। এ সময় একই রুটে যশোবন্তপুর থেকে হাওড়া যাচ্ছিল হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেস ট্রেন। এই ট্রেন ছিটকে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের বগিগুলোর সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনায় ভারতের ওডিশা রাজ্যে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৮তে। ৯০০ জনেরও বেশি হয়েছে আহত।

আরও পড়ুন:

নোয়াখালীকে অপেশাদার বলছেন বিসিবি পরিচালক

বিপিএল দিয়ে বিশ্বকাপে জায়গা করে নিতে চান শান্ত

বিপিএলে থাকতে চান না সুজন, সিলেটে উত্তপ্ত পরিবেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে আগামীকাল নামছে বিধ্বস্ত ইংল্যান্ড, খেলা দেখবেন কোথায়

বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রামের দায়িত্ব নিচ্ছে বিসিবি

মাঠের ক্রিকেটের বাইরের বিষয় নিয়েও ভাবতে হচ্ছে ইংল্যান্ডকে

এবার বিপিএল কাঁপানোর ‘হুংকার’ তাসকিন-মোস্তাফিজের

‘মোস্তাফিজের রহস্য বিশ্বের নামকরা গোয়েন্দারাও বের করতে পারবেন না’

১৫ উইকেট নিয়ে থামলেন মোস্তাফিজ

আসছে বিসিবির নতুন টুর্নামেন্ট