হোম > খেলা > ক্রিকেট

তামিমের পাশে মাশরাফি 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে বড় প্রাপ্তি লিটন দাস হলে সবচেয়ে বড় আক্ষেপের নাম তামিম ইকবাল। ঘরের মাঠ চট্টগ্রামে নামের প্রতি সুবিচার করতে পারেননি তামিম। ব্যাট হাতে ওয়ানডে অধিনায়ক শেষ কবে এমন সময় পার করেছেন মনে করা কঠিন। তামিমের টানা তিনবার একই বোলারের বলে ফেরা নিয়ে আলোচনা-সমালোচনা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তিনি পাশে পাচ্ছেন মাশরাফি বিন মুর্তজাকে।

আফগান সিরিজে একই বোলারের বলে বারবার অসহায় আত্মসমর্পণ করেছেন তামিম। সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা অবশ্য বিষয়টা স্বাভাবিকভাবেই দেখছেন। 

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজজুড়ে বাঁহাতি পেসার ফজল হক ফারুকির বলে একইভাবে বারবার আউট হয়েছেন তামিম। সিরিজের তিন ম্যাচে তামিমের রান ৮, ১২, ১১। সিরিজে ব্যাটিং গড় ১০.৩৪। তামিমের এই খারাপ সময়ে তাঁর পাশে থেকে সমর্থন জোগাচ্ছেন মাশরাফি। তাঁর মতে, সুইং বলে যেকোনো ওপেনার ব্যাটারেরই এমন সময় যেতে পারে, ‘তিন ম্যাচে একই বোলারের বলে আউট হলেই তার ব্যাটিং টেকনিক খারাপ হয়ে যায় না। বিশেষ করে সেই ব্যাটার যদি নির্দিষ্ট সংস্করণে ৭ হাজারেরও বেশি রান করে থাকে। সুইং বলে যেকোনো ওপেনার ব্যাটারেরই এমন একটা সিরিজ যেতে পারে।’

আন্তর্জাতিক ক্রিকেটে এমনটা আগেও দেখা গেছে মনে করিয়ে দিয়ে কিছু উদাহরণ টেনেছেন ম্যাশ। সামনে এনেছেন যুক্তিও, ‘এর আগে এমন অনেক দেখেছি। ওয়ার্নারকে দেখেছি বারবার জফরা আর্চারের সামনে একইভাবে আউট হতে। আবার স্মিথকে (সাবেক অধিনায়ক দক্ষিণ আফ্রিকা) দেখেছি জহির খানের সামনে অনেকবার নিক করতে। সবারই কিছু না কিছু দুর্বলতা থাকে। প্রতিপক্ষ যখন ওই দুর্বল জায়গায় একনাগাড়ে আক্রমণ করতে সমর্থ হয়, তখনই এ ধরনের ঘটনা ঘটতে থাকে। আধুনিক ক্রিকেটে এটা স্থায়ী হয় না।’

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে

ফাইনালে পাকিস্তানের কাছে বিধ্বস্ত ভারতকে নিয়ে বোর্ডের ‘তদন্ত’

অ্যাশেজ শেষ প্যাট কামিন্সের, বিশ্বকাপে খেলতে পারবেন তো