হোম > খেলা > ক্রিকেট

এবার ডিপিএলে ম্যাচসেরা পাবেন ১০ হাজার টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ১৫ মার্চ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ডিপিএলে একটা সময় খেলোয়াড়দের পারফরম্যান্সের পুরস্কার দেওয়ার তেমন রীতি ছিল না। গত কয়েক মৌসুমে চিত্রটা অবশ্য বদলেছে। অবশ্য এই পুরস্কারের ধরন নিয়েও কম প্রশ্ন হয়নি।

এবার শুধুই ক্রেস্ট নয়, আর্থিক পুরস্কারও বাড়াচ্ছে বিসিবির ঢাকা মহানগরের ক্রিকেট কমিটি (সিসিডিএম)। আজ সিসিডিএম জানিয়েছে, এবার তারা প্রতিটি ম্যাচের সেরার পুরস্কার হিসেবে দেবে ১০ হাজার টাকা। গত মৌসুমেও ম্যাচসেরার পুরস্কার হিসেবে শুধু ক্রেস্ট দেওয়া হয়েছে। এ মৌসুমে সেখানে ১০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আজ সাংবাদিকদের সিসিডিএম চেয়ারম্যান সালাহ্উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেছেন, ‘এবার আমরা ম্যান অব দ্য ম্যাচের ক্রেস্টের সঙ্গে ম্যান অব দ্য ম্যাচকে একটা প্রাইজমানি দেওয়ার ঘোষণা দিয়েছি। চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের পুরস্কার ছাড়াও আমার এবার আরও তিনটা প্রাইজামানি দিচ্ছি। সর্বোচ্চ উইকেট শিকারি, সর্বোচ্চ রান এবং ম্যান অব দ্য টুর্নামেন্টের আলাদা প্রাইজমানি থাকবে। ২ লাখ টাকা করে দেওয়া হবে। আর ম্যান অব দ্য ম্যাচের জন্য এবার ১০ হাজার টাকা করেছি।’ 

মার্চ–এপ্রিলে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সিরিজ থাকায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের বেশি ম্যাচ আয়োজন করতে পারবে না সিসিডিএম। এবার বিকল্প ভেন্যু হিসেবে ফতুল্লাকে ব্যবহার করার সিদ্ধান্ত তাদের। প্রতিটি ম্যাচ শুরু সকাল সাড়ে ৯টায়।

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান

কোন ভুলে অলরাউন্ডার গ্রিন আইপিএলে শুধুই ‘ব্যাটার’