হোম > খেলা > ক্রিকেট

সিডনি টেস্ট বাঁচাল বিপর্যস্ত দক্ষিণ আফ্রিকা

বৃষ্টিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্টের খেলা ঠিকমতো হতেই পারেনি। তবু দক্ষিণ আফ্রিকার চিরায়ত ব্যাটিং বিপর্যয় দেখা গিয়েছিল এই টেস্টে। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দক্ষিণ আফ্রিকার পরাজয়ও উঁকি দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত এই ম্যাচ ড্র হয়েছে। তিন ম্যাচের টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া জিতেছে ২-০ ব্যবধানে।  

৬ উইকেটে ১৪৯ রানে প্রথম ইনিংসের খেলা আজ পঞ্চম দিনে শুরু করেছিল দক্ষিণ আফ্রিকা। ১৮ রান যোগ করতেই ৭ম উইকেট হারায় প্রোটিয়ারা। ১১ রান করা মার্কো ইয়ানসেনের উইকেট নিয়েছেন ট্রাভিড হেড। তাতে সপ্তম উইকেট জুটিতে ইয়ানসেন-সায়মন হারমারের ৩০ রানের জুটি ভেঙে যায়। এরপর অষ্টম উইকেট জুটিতে হারমার ও কেশভ মহারাজ যোগ করেন ৮০ রান। সাদা পোশাকে পঞ্চম ফিফটি তুলে নিয়েছেন মহারাজ।

৫৩ রান করা মহারাজকে এলবিডব্লিউ করে অষ্টম উইকেট জুটির প্রতিরোধ ভাঙেন জস হ্যাজলউড। এরপর দ্রুত গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। ২৫৫ রানে অলআউট হয়ে যায় প্রোটিয়ারা। মহারাজের পর ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ৪৭ রান করেন হারমার। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪ উইকেট নেন হ্যাজলউড। প্যাট কামিন্স ৩ উইকেট, নাথান লায়ন ২ উইকেট এবং ১ উইকেট নিয়েছেন হেড।

২২০ রানে পিছিয়ে থাকা দক্ষিণ আফ্রিকাকে ফলোঅন করায় অস্ট্রেলিয়া। দলীয় ২৭ রানে ভেঙে যায় প্রোটিয়াদের উদ্বোধনী জুটি। ১০ রান করা ডিন এলগারের উইকেট নেন কামিন্স। এরপর দ্বিতীয় উইকেটে ৪৮ রানের জুটি গড়েন সারেল আরউই-হেনরিখ ক্লাসেন। ৩৫ রান করা ক্লাসেনের উইকেট নেন হ্যাজলউড। দক্ষিণ আফ্রিকার স্কোর যখন ২ উইকেটে ১০৬ রান, তখন দিনের খেলা ঘোষণা করেন আম্পায়াররা। তাতে ড্র হয়ে যায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তৃতীয় টেস্ট।  ইনিংস সর্বোচ্চ ৪২ রান আসে আরউইর ব্যাট থেকে।

ম্যাচ-সেরা হয়েছেন উসমান খাজা। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৯৫ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই বাঁহাতি ব্যাটার। আর সিরিজ-সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। ৫৩.২৫ গড়ে ২১৩ রান করেছেন। মেলবোর্নে দ্বিতীয় টেস্টে ২০০ রানের ইনিংস খেলেছিলেন। টেস্ট ইতিহাসে শততম ম্যাচে ডাবল সেঞ্চুরি করা দ্বিতীয় ব্যাটার হয়েছেন ওয়ার্নার। 

অভিষেকে খরুচে তাসকিন, স্বরূপে ফিরলেন মোস্তাফিজ

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে এগিয়ে গেল ভারত

স্ত্রী, পড়াশোনা, বেতনসহ গুগলে শান্তকে নিয়ে মানুষ যা জানতে চান

পাকিস্তানকে উড়িয়ে সবার আগে সেমিফাইনালে ভারত

বুদ্ধিজীবী দিবসে সাকিব-লিটনদের শ্রদ্ধা

‘আপনারা সব সময় আমাদের ভুল ধরেন, আপনাদেরও ভুল ধরার চেষ্টা করব’

ক্রিকেটারদের সঙ্গে বিসিবির ‘আচরণে’ ক্ষুব্ধ তামিম

বিগ ব্যাশে অভিষেকেই ব্যর্থ বাবর আজম

অস্ট্রেলিয়ার সাংবাদিকদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা নিয়ে মুখ খুললেন ম্যাককালাম

বিশ্বকাপের প্রচারণামূলক কাজ নিয়ে আইসিসির ওপর ক্ষুব্ধ পাকিস্তান