হোম > খেলা > ক্রিকেট

বৃষ্টির কারণে খেলা দেরিতে শুরু

বৃষ্টির কারণে পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু হতে বিলম্ব হয়েছে। বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে শুরু হয়েছে প্রায় ২০ মিনিট পর। প্রথম ওভারের প্রথম ৩ বলে বাউন্ডারি মেরে দিনের খেলা শুরু করেছেন ইয়াসির আলী রাব্বি।

গতকাল দ্বিতীয় দিনেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৩৯ ওভারের খেলা শেষ হতেই বৃষ্টি নেমেছিল। দ্বিতীয় সেশনের অর্ধেক না যেতে বৃষ্টি শুরু হয়েছিল। এরপর প্রায় ২০ মিনিট খেলা বন্ধ ছিল। দিনের বাকি অংশে নির্বিঘ্নে খেলা চলেছে। আজও দিনের শুরুতেই  বৃষ্টি নামলেও দ্রুতই খেলা শুরু হয়েছে।

কাল দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার চেয়ে ৩১৪ রান পিছিয়ে থেকে দিন শেষ করেছিল বাংলাদেশ। আজ ফলো -অন এড়ানোর লক্ষ্যে মাঠে নেমেছে মুমিনুল হকের দল। দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম ও ইয়াসির আলীর কাঁধে ফলো-অন এড়ানোর বড় দায়িত্ব। লম্বা সময় ধরে রানের খরায় ভোগা মুশফিকের জন্য নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ। মুশফিক ৩০ রানে ও ইয়াসির আলী ২৭ রানে অপরাজিত আছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৫৭।

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

কোহলির সেঞ্চুরির পরও সিরিজ হারল ভারত

সান্ত্বনার জয়ে বিপিএল শেষ করল ঢাকা

চিঠির জবাব দিলেন বিসিবি পরিচালক নাজমুল

ওপরে তুলেই নিচে নামিয়েন না, সাংবাদিকদের হৃদয়ের পরামর্শ

বিশ্বকাপে কি ওপেন করবেন হৃদয়

হৃদয়ের সেঞ্চুরিতে ভেস্তে গেল নবির ছেলের সেঞ্চুরি

বাংলাদেশের সমাধান না হলে পাকিস্তানও খেলবে না বিশ্বকাপে

পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা সমস্যার সমাধানে আইসিসির পদক্ষেপ

টি-টোয়েন্টিতে নবির ছেলের প্রথম সেঞ্চুরি