বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নামছেন মুশফিকুর রহিম। মিরপুরে আজ টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। নাহিদ রানা ও হাসান মাহমুদের পরিবর্তে এসেছেন ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। মিরপুর টেস্টেও দুই পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মুরাদের সঙ্গে স্পিন আক্রমণে থাকছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। যাঁদের মধ্যে মিরাজ স্পিন বোলিং অলরাউন্ডার। অধিনায়ক শান্ত ও মুমিনুল হকও খণ্ডকালীন স্পিনার হিসেবে কাজ করতে পারেন। পেস আক্রমণে আছেন ইবাদত হোসেন চৌধুরী ও সৈয়দ খালেদ আহমেদ। লিটন দাস উইকেটরক্ষকের দায়িত্বে আছেন।
বাংলাদেশের মতো আয়ারল্যান্ডও একাদশে এক পরিবর্তন এনেছে। ক্রেগ ইয়াংয়ের পরিবর্তে এসেছেন গ্যাভিন হোয়ে। আগে ২ ওয়ানডে খেললেও আজই হোয়ের টেস্টে অভিষেক হয়েছে। সিলেটে প্রথম টেস্টে ইনিংস ও ৪৭ রানে হেরে গিয়েছিল আয়ারল্যান্ড। মিরপুরে আজ আইরিশরা নামছে সিরিজ রক্ষার মিশনে।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মুরাদ, ইবাদত হোসেন চৌধুরী।
আয়ারল্যান্ড একাদশ
অ্যান্ড্রু বলবার্নি (অধিনায়ক), পল স্টার্লিং, ক্যাডে কারমাইকেল, হ্যারি টেক্টর, কার্টিস ক্যাম্ফার, লরকান টাকার, জর্ডান নিল, অ্যান্ডি ম্যাকব্রাইন, ব্যারি ম্যাকার্থি, ম্যাথু হামফ্রেস, গ্যাভিন হোয়ে।