হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের খেলা দেখতে কাজও বিসর্জন দেওয়া যায়

নিজস্ব প্রতিবেদক, শারজা থেকে

আজ সাপ্তাহিক কিংবা সরকারি কোনো ছুটি নয় শারজায়। তবু তপ্ত দুপুরে স্টেডিয়ামের দিকে মানুষের স্রোত। প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মূল্যবান কর্মঘণ্টা ফেলে এসেছেন বাংলাদেশ-আফগানিস্তানের ম্যাচ দেখতে। 

মাদারীপুরের শারজা-প্রবাসী আব্দুল আজিজ শারজায় থাকেন তিন বছর হলো। স্টেডিয়ামের ঢোকার পথে তাঁর কাছে যেমন জানতে চাওয়া হলো, এই যে মূল্যবান কর্মঘণ্টা ফেলে খেলা দেখতে এলেন, এতে সমস্যা হবে না? ‘সমস্যা একটু তো হয়ই। কিন্তু বাংলাদেশের ম্যাচের কাছে সেটা কিছুই নয়। শারজায় বাংলাদেশ ম্যাচ খেলছে, সেটা না দেখলে হয় নাকি!’ —বলছিলেন আজিজ। একই উত্তর মিলল তাঁর পাশে থাকা কুমিল্লার প্রবাসী তুষারের কাছ থেকেও।

তুষার-আজিজই শুধু নন, আজ শারজায় আসা অধিকাংশ বাংলাদেশি দর্শকদের কাছ থেকে একই উত্তর মিলবে। তাঁদের একটাই চাওয়া, আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ উজ্জ্বল করবে সুপার ফোরে যাওয়ার সম্ভাবনা। আবেগের একটা বিষয় তো আছেই, বাংলাদেশি দর্শকেরা আজ বিশেষ আত্মবিশ্বাসী হচ্ছে আরেকটি কারণে। তাঁরা মনে করেন, সাকিব আল হাসানের নেতৃত্বে এই বাংলাদেশ দারুণ খেলবে।

এশিয়া কাপ অভিযানের শুরুতেই ভাগ্যের ছোঁয়া পেয়েছেন সাকিব। টস জিতে নিয়েছেন ব্যাটিং। সাকিব টস জিততেই গর্জন উঠেছে প্রায় ভরে ওঠা শারজার গ্যালারি। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারলে আজ মূল্যবান কর্মঘণ্টা ছেড়ে খেলা দেখতে আসাটা স্বার্থকই হবে তাঁদের। 

রংপুর কি হ্যাটট্রিক হার এড়াতে পারবে

টেন্ডুলকারকে ছাড়িয়ে ২৮ হাজারে দ্রুততম কোহলি

আফগান বাপ-বেটার ঔজ্জ্বল্যে নোয়াখালীর জয়

ভারত-নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশি আম্পায়ার

শান্ত-ওয়াসিম ঝড়ে জয়ে ফিরল রাজশাহী

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ আয়োজন করতে প্রস্তুত পাকিস্তান

তাওহীদ হৃদয়ের ৩ রানের আক্ষেপ

জেমিমাকে উপহার দিলেন গাভাস্কার, রাখলেন প্রতিশ্রুতি

বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে লিটনদের

বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হলেও প্লে-অফে রিশাদের হোবার্ট