ঢাকা : অল্পের জন্য বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পেয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকা ম্যাচ অফিশিয়ালরা। আজ সকালে বিকেএসপিতে যাওয়ার সময় সাভারে বিক্ষোভে নামা গার্মেন্টস কর্মী ও পুলিশের সংঘর্ষের মধ্যে পড়ে ম্যাচ অফিশিয়ালদের গাড়ি। গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও বড় আঘাতের হাত থেকে রক্ষা পান তাঁরা।
ম্যাচ রেফারি দেবব্রত পাল ও আদিল আহমেদ, আম্পায়ার শফিউদ্দিন, তানভীর আহমেদ, আবদুল্লাহ আল মতিন, ইমরান পারভেজ, বরকতউল্লাহ ও সোহরাব হোসেন—বিসিবির আট কর্মকর্তা সেই গাড়িতে ছিলেন। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, ১৫-২০ মিনিট সেই সহিংসতা চলছিল। পরে স্থানীয় পুলিশ ও বিসিবির নিরাপত্তাকর্মীদের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সহিংসতায় তাঁদের গাড়ির জানালার গ্লাস ভেঙে যায়। তবে ম্যাচ অফিশিয়ালদের কোনো ক্ষতি হয়নি।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্যাচ অফিশিয়ালদের বিকেএসপিতে পৌঁছাতে দেরি হয়। বিকেএসপির ৪ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব-ওল্ড ডিওএইচএসের ম্যাচটি সকাল ৯টায় শুরু হওয়ার কথা থাকলেও ৩০ মিনিট দেরিতে সকাল সাড়ে ৯টায় শুরু হয়। আর ৩ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জ-শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচটিও ৯টার জায়গায় সাড়ে ৯টায় শুরু হয়।