হোম > খেলা > ক্রিকেট

তরুণ পাকিস্তানি ক্রিকেটারের গুরুতর চোট, অভিযোগ পিসিবির দিকে

খেলোয়াড়দের চোট বলতে গেলে নিত্যনৈমিত্তিক ঘটনা। চোটে পড়ায় খেলোয়াড়দের মাঠে ফিরতে অনেক সময় দেরি হয়ে যায়। কারও কারও তো ক্যারিয়ারই শেষ হয়ে যায়। পাকিস্তানের তরুণ পেসার ইহসানউল্লাহর চোট এখন খুবই গুরুতর হয়ে গেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) দিকে এখন অভিযোগের তির।

আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ইহসানউল্লাহর অভিষেক হয় ২০২৩ সালে। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান-আফগানিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টির প্রতিটিতেই খেলেছেন তিনি। আফগান সিরিজ শেষে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডে খেলেন ইহসানউল্লাহ। নিউজিল্যান্ডের বিপক্ষেই গত বছরের ২৯ এপ্রিল ওয়ানডেতে অভিষেক হয় তাঁর। কনুইয়ের চোটে পড়ে পেশাদার ক্রিকেটে এরপর থেকেই বাইরে ২১ বছর বয়সী পাকিস্তানি পেসার। চলতি বছর পাকিস্তান সুপার লিগও (পিএসএল) তিনি খেলতে পারেননি। ইহসানউল্লাহর চোট দিয়ে পিসিবির মেডিকাল বিভাগের গাফিলতির বিষয়টি সামনে আনেন মুলতান সুলতানসের মালিক আলি তারিন। ক্রিকইনফোকে তারিন জানিয়েছেন যে স্ক্যান করেও পিসিবির মেডিকাল বিভাগ ইহসানউল্লাহর কনুইয়ের চিড় ধরতে পারেনি। চোটকে সঙ্গী করেই জিম ও নিয়মিত বোলিং করে গেছেন তিনি (ইহসানউল্লাহ)। চোট যে ভয়ংকর হতে পারে, সেই শঙ্কাও তারা উড়িয়ে দেননি। 

তারিন যে পিসিবির মেডিকাল বিভাগের দিকে আঙুল তুলেছেন, সেই বিভাগের প্রধান ছিলেন সেলিম সোহেল। অভিযোগ অস্বীকার করে সেলিম ক্রিকইনফোকে বলেছেন, ‘এই ব্যাপারে কোনো রকম ঝামেলা হয়নি। আমি স্বীকার করে নিচ্ছি যে দেরি হয়েছে (কনুইয়ের ফ্র্যাকচার ধরতে)। তবে কোনো ঝামেলা হয়নি।’ 

সেলিম জানিয়েছেন, প্রাথমিক অবস্থায় ইহসানুল্লার চোট খুবই ভয়াবহ মনে হয়েছিল তার (সেলিম) কাছে। পিসিবির চিকিৎসক বলেন, ‘তার (ইহসানউল্লাহ) চোট নিয়ে আমি আরও ভালো করে পরীক্ষা করতে চেয়েছিলাম। কারণ আমার সন্দেহ হয়েছিল সাধারণ ওয়ার্কলোড সমস্যার চেয়ে এটা ভয়াবহ। পিসিবিতে আগে যে চিকিৎসক ছিলেন, তার অধীনে এই চিকিৎসা হয়েছে। যে ল্যাবে এমআরআই হয়েছে, তারা ভুল তথ্য দিয়েছে। একই স্ক্যান করার আদেশ আমি দিয়েছিলাম। সেখানেই আমরা চিড়টা খুঁজে পাই।’ 

 ২০২১ সালে পিসিবি থেকে একবার পদত্যাগ করেছিলেন সেলিম। সেই বছর পিএসএলে করোনা ভাইরাসের জৈব সুরক্ষা বলয়ের সমস্যার কারণে পিএসএল আয়োজন করা সম্ভব হয়নি। ২০২৩ সালের মাঝামাঝি নাজাম শেঠি আবার পিসিবির চেয়ারম্যান হয়েছিলেন। তখন আবার পিসিবির চিকিৎসক হিসেবে ফেরেন সেলিম।

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান

‘ক্রিকেট অঙ্গনে সব সময় থাকে জুয়া, ক্রিকেট থেকে আড়ালে চলে যেতে চাই’