হোম > খেলা > ক্রিকেট

আইপিএলে থাকলে সাকিব কি অবসাদে ভুগত, প্রশ্ন পাপনের 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া-না যাওয়া নিয়ে বোর্ডের সঙ্গে সাকিব আল হাসানের যেন বনিবনা হচ্ছেই না। প্রথমে আইপিএলের কারণে এই সফরে টেস্টে খেলতে চাননি তিনি। তবে আফগানিস্তান সিরিজ চলাকালীন নাজমুল হাসান পাপন জানান, সাকিবের দক্ষিণ আফ্রিকা সফরের না যাওয়ার কারণ দেখেন না তিনি। 

এরপর ওয়ানডে আর টেস্ট দুই সংস্করণের দলেই রাখা হয় সাকিবকে। তবে গতকাল অবশ্য ভিন্ন কথাই জানান এই বাংলাদেশ অলরাউন্ডার। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য মানসিকভাবে ভালো অবস্থায় নেই তিনি। খেলাটা উপভোগ করছেন না বলেও জানান সাকিব। সম্ভব হলে দক্ষিণ আফ্রিকা সফরে যেকোনো একটা সংস্করণে খেলতে চান তিনি। 

সাকিবের কথা অবশ্য একদমই ভালোভাবে নেননি বিসিবি সভাপতি পাপন। আজ সংবাদমাধ্যমকে অনেক ক্ষোভের স্বরে বিসিবি সভাপতি বলেছেন, ‘মানসিকভাবে বিপর্যস্ত থাকলে সে আইপিএল খেলত কীভাবে? যদি ওকে আইপিএলে নিত, তাহলে কী সে বলত আমি মানসিকভাবে বিপর্যস্ত?’ 

খেলা-না খেলার বিষয়ে কাউকে চাপাচাপি করতে রাজি নন পাপন। তবে না খেলার ব্যাপারগুলো যাতে আগেই জানিয়ে দেওয়া হয়, সেই চাওয়া বিসিবি সভাপতির, ‘আমি চাই সবাই খেলুক। আমাদের যারা সিনিয়র, সবাই খেলুক। খেলার সিদ্ধান্ত তাদের। কেউ না খেললে জোর করছি না। কিন্তু আগেই জানিয়ে দাও, যাতে আমরা পরিকল্পনা করতে পারি। সবাই অভিযোগ করছে। টিম ম্যানেজমেন্ট, অধিনায়ক, কোচ অভিযোগ করছে।’ 

সাকিবকে মানসিকভাবে ঠিক নেই জানিয়ে পাপন আরও বলেছেন, ‘ও (সাকিব) যে মানসিক–শারীরিকভাবে ঠিক না থেকে আফগানিস্তানের সঙ্গে খেলল, সেটা তো গতকাল জানলাম। আমরা কেউ বুঝতেই পারিনি। এগুলো আগে বলে ফেললে সমস্যা কোথায়? আমার ধারণা, সাকিবভাবে মানসিক ভালো অবস্থায় নেই। তাকে দুই দিন ভাবতে দেওয়া হয়েছে, দেখা যাক এরপর সে কী বলে।’

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা

ম্যাচ হেরে শিশিরকে দুষছেন মিরাজ

শান্তর সেঞ্চুরিতে জয়ে শুরু রাজশাহীর

আজও উইকেট পেয়েছেন রিশাদ, উঠেছেন চূড়ায়

তাসকিনদের পেছনে ফেলে ভুটানের বোলারের ইতিহাস

শেষের তাণ্ডবে শান্তদের ১৯১ রানের লক্ষ্য দিল সিলেট, ইমনের ঝোড়ো ফিফটি

ভারতের শিশু পুরস্কার পেলেন সূর্যবংশী