হোম > খেলা > ক্রিকেট

দেশের মাঠে তাসকিনদের অনন্য রেকর্ড

বাংলাদেশ-আফগানিস্তান মিরপুর টেস্টে দেখা গেছে কিছু ব্যতিক্রম দৃশ্য। চার স্লিপ, গালি, শর্ট কাভার নিয়ে আক্রমণাত্মক ফিল্ডিং সাজায় বাংলাদেশ। সাজানো গোছানো ফিল্ডিংয়ের এই সুবিধাটা দারুণভাবে কাজে লাগিয়েছেন তাসকিন আহমেদ, শরীফুল ইসলামরা। দেশের মাঠে করেছেন অনন্য রেকর্ড।

প্রথম ইনিংসে ৩৯ ওভার ব্যাটিং করে ১৪৬ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান। ১০ উইকেটের ৬টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ৪ উইকেট নিয়েছেন ইবাদত হোসেন চৌধুরী ও শরীফুল নিয়েছেন ২ উইকেট। আর দ্বিতীয় ইনিংসে স্বাগতিক পেসারদের আক্রমণাত্মক বোলিংয়ে চোখে সর্ষে ফুল দেখতে থাকেন আফগান ব্যাটাররা। প্রথম ইনিংসে কোনো উইকেট না পাওয়া তাসকিন এবার নিয়েছেন ৪ উইকেট। তাসকিনের সঙ্গে শরীফুল নিয়েছেন ৩ উইকেট এবং ১ উইকেট নিয়েছেন ইবাদত। আফগানদের ১৯ উইকেটের ১৪টিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ঘরের মাঠে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন বাংলাদেশের পেসাররা। এর আগে দেশের মাঠে বাংলাদেশের পেসারদের সর্বোচ্চ ১০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল। ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রামে এই কীর্তি গড়েন বাংলাদেশের পেসাররা।

আফগানিস্তানের বিপক্ষে ‘প্রতিশোধ’ নেওয়ার ম্যাচে রেকর্ড গড়েছে বাংলাদেশ। ৫৪৬ রানে জিতে সর্বোচ্চ রানে জয়ের রেকর্ডও নিজেদের করে নিল বাংলাদেশ। এর আগে চট্টগ্রামে বাংলাদেশকে ২২৪ রানে হারিয়েছিল আফগানরা।

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ