হোম > খেলা > ক্রিকেট

অঙ্কনের অভিষেক, ব্যাটিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক    

প্রথম ওয়ানডেতে টস হেরেছেন মেহেদি হাসান মিরাজ। আগে ব্যাট করবে তাঁর দল। ছবি: বিসিবি

আফগানিস্তানের বিপক্ষে একটি দুঃস্বপ্নময় সিরিজ শেষে চারদিনের মাথায় মাঠের খেলায় ফিরেছে বাংলাদেশ। এবার তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতেছেন সফরকারী দলের অধিনায়ক শাই হোপ। বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন তিনি। ফিল্ডিং করবে তাঁর দল।

টনি হেমিংয়ের অধীনে আরও কালো হয়েছে মিরপুরের পিচ। তাই একাদশে স্পিনারদের প্রাধান্য দিয়েছে বাংলাদেশ। দুই পেসারের বিপরীতে তিন স্পিনার নিয়েছে স্বাগতিকরা।

আফগানিস্তান সিরিজের দল থেকে কয়েকটি পরিবর্তন এনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথমবারের মতো পঞ্চাশ ওভারের সিরিজে ডাক পেয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। দলে ফরানো হয়েছে সৌম্য সরকারকে। এই দুজনকেই রাখা হয়েছে একাদশে। টেস্টের পর ওয়ানডেতেও অভিষেক হলো অঙ্কনের।

ব্যাট হাতে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন জাকের আলী অনিক। আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডের একাদশ থেকে বাদ পড়েন এই উইকেটরক্ষক ব্যাটার। তবে তাঁকে রেখেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দল দেয় বিসিবি। দলে থাকলেও ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ম্যাচের একাদশে জায়গা পাননি জাকের।

দুই দলের একাদশ:

বাংলাদেশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান (উইকেটরক্ষক), রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ: ব্র্যান্ডন কিং, আলিক অ্যাথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটরক্ষক), শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রিভস, রোস্টন চেজ, রোমারিও শেফার্ড, গুদাকেশ মোটি, খারি পিয়েরে, জেডন সিলস।

মিচেলের সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে সমতায় নিউজিল্যান্ড

দেশের ক্রিকেটারদের খেলা বন্ধের হুমকি

ক্রিকেটারদের টাকা চাওয়া পরিচালকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবে বিসিবি

রিশাদদের হাতের নাগালে থাকা জয় কেড়ে নিলেন পাকিস্তানি পেসার

ক্রিকেটাররা তো কিছুই করতে পারে না, আমরা কি টাকা ফেরত চাচ্ছি: বিসিবি পরিচালক

‘বাংলাদেশ বিশ্বকাপে না খেললে বিসিবির কোনো ক্ষতি হবে না’

বিশ্বকাপের ইস্যু বিসিবি ঠিকভাবেই দেখছে, বিশ্বাস তানজিদের

বিশ্বকাপের আগে চার দিনে তিন ম্যাচ খেলবে পাকিস্তান-অস্ট্রেলিয়া

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড ক্রিকেটে মদপানের কোনো সংস্কৃতি নেই’