Ajker Patrika

পাকিস্তানকে উড়িয়ে দিলেন বাংলাদেশের মেয়েরা

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৫, ১৯: ০৫
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি
পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। ছবি: বিসিবি

ব্যক্তিগত সেঞ্চুরি দূরে থাক, বাংলাদেশ-পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের সিরিজে দলের স্কোরবোর্ডে ১০০ রানই উঠছে না। এমনকি ১০০-এর কম রান করেও ম্যাচ জয়ের ঘটনা ঘটেছে। তবে কক্সবাজারে আজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ জিতেছে হেসেখেলে।

৩ ডিসেম্বর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৮৯ রানের লক্ষ্য দিয়েছিল পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। ব্যাটারদের ব্যর্থতায় সেই ম্যাচ বাংলাদেশ হেরে গিয়েছিল ১৩ রানে। এই ম্যাচের পর জয়রথ ছুটেছে বাংলাদেশের। ৫ ডিসেম্বর ৩ উইকেটের জয়ে সমতায় ফিরেছিল স্বাগতিকেরা। সেই ধারাবাহিকতায় আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৯ বল হাতে রেখে ৭ উইকেটের আয়েশি জয় পায় বাংলাদেশ। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে এখন স্বাগতিকেরা।

কক্সবাজারের একাডেমি মাঠে আজ ৮৭ রানের লক্ষ্যে নেমে ২.৩ ওভারে ২ উইকেটে ৮ রানে পরিণত হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দুই ওপেনার অরিত্রি নির্জনা মণ্ডল (৩) ও সুমাইয়া আক্তার সুবর্ণা (৪) এক অঙ্কের ঘরে আউট হয়েছেন। চার নম্বরে ব্যাটিংয়ে নামেন অধিনায়ক সাদিয়া ইসলাম। তৃতীয় উইকেটে অচেনা জান্নাত এমন্ত ও সাদিয়া গড়েন ৪৫ রানের জুটি। দশম ওভারের দ্বিতীয় বলে সাদিয়াকে ফিরিয়ে জুটি ভাঙেন মেমুনা খালিদ।

সাদিয়ার বিদায়ে বাংলাদেশের স্কোর হয়ে যায় ৯.২ ওভারে ৩ উইকেটে ৫৩ রান। চতুর্থ উইকেটে ৩৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন অচেনা ও মাইমুনা নাহার স্বর্ণামণি। ১৩.৩ ওভারে ৩ উইকেটে ৮৭ রান করে ফেলে স্বাগতিকেরা। ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন সাদিয়া। ২৮ বলের ইনিংসে তিনটি করে চার ও ছক্কা মেরেছেন। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। পাকিস্তানের মাহনুর জেব, রোজিনা আকরাম ও মেমুনা খালিদ একটি করে উইকেট নিয়েছেন।

টস জিতে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং নিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ৮৬ রান করেছে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ নারী দল। ইনিংস সর্বোচ্চ ২৩ রান করেন অধিনায়ক ইমান নাসের। বাংলাদেশের হাবিবা ইসলাম ও অতশী মজুমদার নিয়েছেন দুটি করে উইকেট। বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সব টি-টোয়েন্টি হবে কক্সবাজারে। ১০ ও ১২ ডিসেম্বর হবে চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষকদের ঢুকতে না দিয়ে পরীক্ষা নিলেন অভিভাবকেরা

এনসিপি, এবি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে ‘গণতান্ত্রিক সংস্কার জোট’, মুখপাত্র নাহিদ ইসলাম

সাংবাদিক শওকত মাহমুদকে বাসার সামনে থেকে তুলে নিয়ে গেল ডিবি

২০৯৮ পর্যন্ত কবে কোন দেশ বিশ্বকাপ নেবে—ভবিষ্যদ্বাণী করল গ্রোক এআই

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের বাগ্‌বিতণ্ডা, ‘ভুয়া’ ‘ভুয়া’ স্লোগানে ধাওয়া

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ