হোম > খেলা > ক্রিকেট

দেশে ফিরেই সুখবর পেলেন তিন নারী ক্রিকেটার

সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে ফিরেই সুখবর পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। আজ আইসিসির হালনাগাদ করা নারী টি-টোয়েন্টি ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের বিভিন্ন ক্যাটাগরিতে কিছুটা উন্নতি হয়েছে তাঁদের। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্ব চ্যাম্পিয়ন হওয়ার পুরস্কারই পেয়েছেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা। 

র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি এগিয়েছেন সানজিদা আক্তার মেঘলা। বোলিং র‍্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়ে ৬৬ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে নিয়েছেন ৭ উইকেট।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৭ ধাপ এগিয়ে ৪৬ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের ফারজানা হক পিংকি। এবারের বাছাইপর্বে দুই ম্যাচে ৭২ রান করেছেন। ফাইনালে আয়ারল্যান্ডের বিপক্ষে ৬১ রান করেছিলেন বাংলাদেশের এই টপ অর্ডার ব্যাটার। 

বোলারদের র‍্যাঙ্কিংয়ের চার ধাপ এগিয়েছেন রুমানা আহমেদ। এখন ৫৬ নম্বরে আছেন বাংলাদেশ অলরাউন্ডার। দুদিন আগে শেষ হওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে ৫ ম্যাচে তিন উইকেট নিয়েছেন বাংলাদেশের এই লেগ স্পিনার। এবারও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আটে আছেন সালমা খাতুন। 

এবারের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডকে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে  আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতি-সালমা খাতুনরা।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি