হোম > খেলা > ক্রিকেট

গিল-কোহলির ব্যাটিংয়ে ঘুরে দাঁড়াল ভারত

সেঞ্চুরি যেন সহজলভ্য হয়ে গেছে শুভমান গিলের কাছে। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি-সব সংস্করণেই তিন অঙ্কের দেখা পাচ্ছেন গিল। আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্টে সেঞ্চুরি করেছেন ভারতীয় এই ওপেনার। গিলের পর দুর্দান্ত ব্যাটিং করেছেন বিরাট কোহলি। ব্যাটারদের বীরত্বে তৃতীয় দিন ঘুরে দাঁড়িয়েছে ভারত। ১৯১ রানে পিছিয়ে থাকলেও ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকেরা।

বিনা উইকেটে ৩৬ রানে আজ দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল বেশ সাবলীলভাবেই খেলতে থাকেন অস্ট্রেলিয়ার বোলারদের। ১২৬ বলে ৭৪ রানের উদ্বোধনী জুটি গড়েছেন রোহিত-গিল। ৩৫ রান করা রোহিতকে ফিরিয়ে জুটি ভেঙেছেন ম্যাথ্যু কুহনেমান। রোহিতের পর উইকেটে আসেন চেতেশ্বর পূজারা। গিলকে সঙ্গে নিয়ে দ্বিতীয় উইকেটে প্রতিরোধ গড়েন পূজারা। ২৪৮ বলে ১১৩ রানের জুটি গড়েন গিল-পূজারা। এই জুটি গড়ার পথে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি তুলে নেন গিল। পূজারাকে এলবিডব্লুর ফাঁদে ফেলে শতরানের এই জুটি ভাঙেন টড মার্ফি। ১২১ বলে ৪২ রান করেন ভারতীয় এই টপ অর্ডার ব্যাটার।

রোহিত, পূজারার পর কোহলিকে নিয়েও পঞ্চাশোর্ধ্ব রানের জুটি গড়েন গিল। তৃতীয় উইকেটে কোহলির সঙ্গে ১০০ বলে ৫৮ রানের জুটি গড়তে অবদান রাখেন ভারতীয় এই ওপেনার। নাথান লায়নের বলে গিল এলবিডব্লু হলে ভেঙে যায় এই জুটি। ২৩৫ বলে ১২৮ রান করেন ভারতীয় এই ব্যাটার। গিলের পর ফিফটির দেখা পেয়েছেন কোহলি। টেস্ট ক্যারিয়ারের ২৯ তম ফিফটি পেয়েছেন কোহলি। ১৫ ইনিংস পর সাদা পোশাকে ফিফটির দেখা পেয়েছেন ভারতীয় এই ব্যাটার। চতুর্থ উইকেটে ১২২ বলে ৪৪ রানের অবিচ্ছেদ্য জুটি গড়ে দিনের খেলা শেষ করেছেন কোহলি ও রবীন্দ্র জাদেজা। তৃতীয় দিন শেষে ৩ উইকেটে ২৮৯ রান করে ভারত। কোহলি ৫৯ রানে ও রবীন্দ্র জাদেজা ১৬ রানে অপরাজিত আছেন। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে একটি করে উইকেট নিয়েছেন কুহনেমান, মার্ফি ও লায়ন।

আইসিসি বলছে, ভারতে বাংলাদেশ দলের কোনো হুমকি নেই

চট্টগ্রাম-সিলেটকে নিয়ে প্লে-অফে রাজশাহী

ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে সৃষ্ট ধোঁয়াশা পরিষ্কার করল বিসিবি

বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের খবর জানে না ভারতীয় বোর্ড

‘বাংলাদেশকে নিয়ে তিনটি আশঙ্কা, ভারতে খেলার পরিস্থিতি নেই’

রিশাদের চোখে স্মিথ কিংবদন্তি

হ্যাটট্রিক হারের তেতো স্বাদ পেল রংপুর

বিশ্বকাপের আগে ফের ভারতের দুঃসংবাদ

বিপিএলের মাঝপথে গুরবাজ কেন চলে যেতে চেয়েছিলেন

মোস্তাফিজ ইস্যুতে প্রশ্ন করায় বিরক্ত হলেন মোহাম্মদ নবি