হোম > খেলা > ক্রিকেট

লিটন-নাঈম বাদ, অভিষিক্ত অঙ্কনকে নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ হারলে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ।

চট্টগ্রামে টেস্ট সিরিজ বাঁচানোর লক্ষ্যে প্রথম ম্যাচের একাদশ থেকে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাদ পড়েছেন উইকেটরক্ষ-ব্যাটার লিটন দাস। তার জায়গায় ফিরেছেন ওপেনার জাকির হাসান। স্পিনার নাঈম হাসানের পরিবর্তে একাদশে এসেছেন তরুণ পেসার নাহিদ রানা। 

বাংলাদেশ দলে অভিষেক হতে যাচ্ছে উইকেটরক্ষক মাহিদুল ইসলাম অঙ্কনের। প্রথম টেস্টে অভিষেক হয়েছিল উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিকের। তবে গতকাল চট্টগ্রামে অনুশীলনের সময় মাথায় আঘাত পাওয়ায় তিনি দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন ঢাকা বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অসাধারণ ফর্মে থাকা অঙ্কন।

দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন আনা হয়েছে-সেনুরান মুথুসামি ও ডেন পিটারসন একাদশে ফিরেছেন; জোনাথন ব্রিটজকে ও ডেন পিড্ট একাদশ থেকে বাদ পড়েছেন। 

বাংলাদেশ একাদশ:

১. সাদমান ইসলাম, ২. মাহমুদুল হাসান জয়, ৩. মুমিনুল হক, ৪. নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ৫. মুশফিকুর রহিম (উইকেট কিপার), ৬. জাকির হাসান, ৭. মাহিদুল ইসলাম, ৮. মেহেদী হাসান মিরাজ, ৯. নাহিদ রানা, ১০. তাইজুল ইসলাম, ১১. হাসান মাহমুদ। 

দক্ষিণ আফ্রিকা একাদশ:

১. এইডেন মার্করাম (অধিনায়ক), ২. টনি ডি জর্জি, ৩. ট্রিস্টান স্টাবস, ৪. ডেভিড বেডিংহাম, ৫. রায়ান রিকেলটন, ৬. কাইল ভেরেইনে (উইকেট কিপার), ৭. সেনুরান মুথুসামি, ৮. উইয়ান মুল্ডার, ৯. কেশব মহারাজ, ১০. ডেন পিটারসন, ১১. কাগিসো রাবাদা।

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা