হোম > খেলা > ক্রিকেট

সাকিবদের নাচের ভিডিও নিয়ে মুখ খুললেন ফিঞ্চ

বাংলাদেশের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে নাকানিচুবানি খাওয়ার পরপরই অস্ট্রেলিয়ান দলে লেগেছে আগুন! সেই আগুন লাগার কারণও অবশ্য সাকিব আল হাসান–মোস্তাফিজুর রহমানরা! 

সিরিজ জয়ের পর ড্রেসিংরুমে উদযাপনে মেতেছিল বাংলাদেশ দল। নেচে নেচে তারা গাইছিল দলের নিয়মিত গান—‘আমরা করব জয়’। সেই মুহূর্তের ভিডিও আবার নিজেদের অফিশিয়াল ওয়েবসাইট ‘ক্রিকেটডটকমএইউ’তে আপলোড করেছিল তাদের সাইবার টিম।

সাকিবদের নাচের ভিডিও দেখার পর রেগেমেগে আগুন অস্ট্রেলিয়ান কোচ জাস্টিন ল্যাঙ্গার ও ম্যানেজার গাভিন ডোভি! হোটেলে দুই ওয়েবসাইট কর্মীর সঙ্গে বিবাদেও জড়িয়ে পড়েন তাঁরা। অনাকাঙ্ক্ষিত এই বিষয়টা নিয়ে এত দিন সবাই মুখে কুলুপ এঁটে রাখলেও গতকাল মুখ খুলেছেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ ও প্রধান নির্বাহী নিক হকলি। 

চোটে পড়ে বাংলাদেশ সফরে আসতে না পারা ফিঞ্চ দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে চরম হতাশ। অস্ট্রেলিয়ার শীর্ষস্থানীয় দৈনিক সিডনি মর্নিং হেরাল্ডকে ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান বলেছেন, ‘যখন ম্যাচের ফল আপনার পক্ষে আসবে না, তখন অনেক চিন্তা কাজ করবে। পরাজয়গুলো বড় করে দেখা হবে। মনে হয় না, সব সময় এমনটা ঘটবে। কিন্তু বিষয়গুলো (নিজেদের বিবাদ) যেভাবে সামনে এসেছে, তা খুবই হতাশাজনক।’ 

নিক হকলি অবশ্য কোচ ল্যাঙ্গারের পাশেই দাঁড়িয়েছেন। বলেছেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকেই আমাদের ক্রিকেট সংস্কৃতি, মূল্যবোধ ও আচরণ নিয়ে জাস্টিন (ল্যাঙ্গার) দারুণ কাজ করছে। তার প্রচেষ্টা আমাদের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে এনেছে।’

শেষের বিপর্যয়ে ভারতের কাছে আবারও বাংলাদেশের হতাশার হার

বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচে ‘নো হ্যান্ডশেক’ ছিল অনিচ্ছাকৃত

বিসিবি-আইসিসির সভায় সমাধান হয়নি, বাংলাদেশকে অন্য গ্রুপে রাখার আলোচনা

মৌলভীবাজারের কমলগঞ্জে শুরু হলো কোয়াব কাপ ক্রিকেট টুর্নামেন্ট

৪০ রান তাড়ায় ৩৭ রানে অলআউট, ২৩২ বছরের রেকর্ড ভেঙে পাকিস্তান টিভির ইতিহাস

ঢাকাকে হারিয়ে প্লে অফে রংপুর

বাংলাদেশ-ভারত ম্যাচেও ‘নো হ্যান্ডশেক’

বৃষ্টি বাধার পর শুরু বাংলাদেশ-ভারত লড়াই, তবে...

ঢাকা কি রংপুরের প্লে-অফের পথে বাধা হয়ে দাঁড়াবে

বিশ্বকাপের আগে জিম্বাবুয়ে দলে বাংলাদেশের সাবেক কোচ