হোম > খেলা > ক্রিকেট

জিম্বাবুয়ের বিপক্ষে হেসেখেলে সিরিজ জিতল ভারত

ম্যাচ জয়ের সঙ্গে সিরিজ জয়ের পরও হতাশ ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। সেই হতাশার কারণও আছে। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে আর ক’টি রান বেশি করলে যে এ সংস্করণে প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন তিনি। শেষ পর্যন্ত ভারতের সিরিজ জয়ী ম্যাচে ৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত থাকেন এই ওপেনার, হন ম্যাচসেরাও।

কে বলবে জিম্বাবুয়ের এই দলটিই সিরিজের প্রথম ম্যাচে ভারতকে হারিয়ে দিয়েছিল! আজ সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে জিম্বাবুয়ের করা ১৫৩ রান তাড়া করে হেসেখেলে জিতেছে ভারত। পেয়েছে ১০ উইকেটের এই জয় দিয়ে ৩-১ ব্যবধানে সিরিজেও জিতে নিল টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়নরা। 

হারারাতে আজ জিম্বাবুয়ের জন্য ছিল সিরিজ রক্ষার ম্যাচ অন্যদিকে সিরিজ জয়ের লক্ষ্যেই নেমেছিল ভারত। এমন ম্যাচে অসহায় আত্মসমর্পণ করল সিকান্দার রাজার দল। 

টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। দুই ওপেনার ওয়েসলে মাধেবেরের ও তাদিওয়ানশে মারুমানির দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো শুরু পায় জিম্বাবুয়ে। প্রথম উইকেট পেতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে ৮.৪ ওভার পর্যন্ত। দলীয় ৬৩ রানে মারুমানির (৩২) উইকেট নিয়ে ওপেনিং জুটি ভাঙেন অভিষেক শর্মা। 

প্রথম উইকেট পতনের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে জিম্বাবুয়ে। দলের অধিনায়ক সিকান্দার রাজা ছাড়া বাকিরা ছিলেন আসা যাওয়ার মধ্যেই। রাজার ২৮ বলে ৪৬ রানের ইনিংসে ভর করে ৭ উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহ পায় জিম্বাবুয়ে। ভারতের হয়ে সেরা বোলার খালিদ আহমেদ ৩১ রান খরচ করে নিয়েছেন দুই উইকেট। 

রান তাড়ায় প্রথম থেকেই আগ্রাসী ক্রিকেট খেলতে থাকে ভারত। দুই ওপেনার যশস্বী জয়সওয়াল ও শুবমান গিলের আক্রমণাত্মক ব্যাটিংয়ে পাওয়ার প্লেতেই ৬১ রান তুলে নেয় ভারত। জিম্বাবুয়ের বোলারদের কোনো সুযোগই দেননি এই দুই ব্যাটার। গিলের অপরাজিত ৫২ রানের সঙ্গে জয়সওয়াল ৯৩ রানে দাপুটে জয় পায় ভারত। 

এই জয়ে সিরিজ নির্ধারণ হয়ে যাওয়ায় পরের ম্যাচটি দুই দলের শুধুই আনুষ্ঠানিকতা রক্ষার। আগামীকালই নিয়ম রক্ষার ম্যাচ খেলতে মাঠে নামবে ভারত-জিম্বাবুয়ে।

ভারত সিরিজের দলে নিউজিল্যান্ডের একগাদা চমক, নেই উইলিয়ামসন

এক ম্যাচ আগেই প্লে-অফে সাকিবরা, তাসকিন-মোস্তাফিজদের কী হবে

ক্রিকেটারদের বিরুদ্ধে মদ্যপানের অভিযোগ, কী বলছে ইংল্যান্ড

বিপিএলে দেখা যাবে বাবা-ছেলে জুটি

দুর্নীতির অভিযোগ উড়িয়ে দিলেন বুলবুল

বিপিএলে আমিরের কাছে ইবাদতের চাওয়া অনেক বেশি

পজিশন নয়, বিপিএলে অঙ্কনের ভাবনায় পারফরম্যান্স

এক ওভারে ৫ উইকেট নিয়ে ইন্দোনেশিয়ার ক্রিকেটারের বিশ্ব রেকর্ড

দক্ষিণাঞ্চলকে হারিয়ে অলিখিত ফাইনালের অপেক্ষায় মধ্যাঞ্চল

সড়ক দুর্ঘটনার শিকার মেসির বোন, স্থগিত বিয়ে