হোম > খেলা > ক্রিকেট

১২ বিশ্বকাপের ৯টিতেই ফাইনালে অস্ট্রেলিয়ার মেয়েরা 

ওয়ানডে বিশ্বকাপ মানেই যেন অস্ট্রেলিয়ানদের আধিপত্য। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সাফল্য ধরে রেখে আরও একবার নারী বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়া। ওয়েলিংটনে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ১৫৭ রানের বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কাটল অস্ট্রেলিয়া। এ নিয়ে নারী বিশ্বকাপের ১২ আসরের ৯টিতেই ফাইনালে উঠল তারা। 

বিশ্বকাপে এখন পর্যন্ত একটিও ম্যাচ না হেরে ফাইনালে উঠল অস্ট্রেলিয়া । কোনো দলই  মেগ ল্যানিংয়ের দলের বিপক্ষে প্রতিরোধ গড়তে পারেনি । ফাইনালে ওঠার লড়াইয়েও এর ব্যতিক্রম হলো না। ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো গুঁড়িয়ে দিয়ে ফাইনালে উঠল তারা। 

ওয়েলিংটনে বৃষ্টির কারণে ম্যাচ শুরু হতে দেরি হয়। শেষ পর্যন্ত ম্যাচ দাঁড়ায় ৪৫ ওভারে। ওয়েস্ট ইন্ডিজ টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়।  উদ্বোধনী জুটিতে ২১৬ রান তোলেন র‌্যাচেল হেনেস ও অ্যালিসা হিলি। ১৭টি চার এবং ১টি ছয়ের মারে ১০৭ বলে ১২৯ রান করেন হিলি। কিছুক্ষণ পরে হেনেস আউট হন  ৮৫ রানে। শেষ দিকে নেমে মেগ ল্যানিং (অপরাজিত ২৬) ও বেথ মুনির (অপরাজিত ৪৩) দাপটে ৪৫ ওভারে ৩ উইকেটে ৩০৫ তোলে ওয়েস্ট ইন্ডিজ।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় উইন্ডিজ। দলীয় ১২ রানে হারায় প্রথম উইকেট।  ৫০-এর আগে হারায় দ্বিতীয় উইকেট। একই সঙ্গে প্রয়োজনীয় রানরেটও বাড়তে থাকে। শেষ পর্যন্ত নির্ধারিত ৪৫ ওভারে ১৪৮ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। 

দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল ক্রাইস্টচার্সে  বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ছন্দে থাকা দক্ষিণ আফ্রিকা।

সমাধান হয়েছে বিপিএল-ইস্যুর, শুক্রবার থেকেই খেলা

বর্জনের ঘোষণা থেকে সরে খেলায় ফিরতে চান ক্রিকেটাররা

দেশের ক্রিকেটে ঐক্যের ডাক দিলেন ক্রীড়া উপদেষ্টা

বিপিএল কি তাহলে স্থগিত হচ্ছে

সরকার আমাদের টাকা দেয় না, বরং আমরাই সরকারকে ট্যাক্স দিই: মিরাজ

বিপিএলে সময়মতো হচ্ছে না রাজশাহী-সিলেট ম্যাচও

পরিচালক পদ থেকে কেন নাজমুলকে সরিয়ে দিতে পারেনি বিসিবি

নাজমুলকে অর্থ কমিটি থেকে সরিয়ে দিল বিসিবি

বিসিবি পরিচালক নাজমুল পদত্যাগ না করলে খেলবেনই না ক্রিকেটাররা

বিপিএলের ম্যাচ শুরু না হওয়ায় বিসিবির দুঃখপ্রকাশ