হোম > খেলা > ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ ভারত

ক্রীড়া ডেস্ক    

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। ছবি: এসিসি

সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরা। দুর্দান্ত জয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করেছে সুমাইয়া আক্তারের দল। আগামী পরশু কুয়ালালামপুরে ফাইনালে শিরোপার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ ও ভারত। দিনের আরেক ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।

শ্রীলঙ্কার হারে বাংলাদেশের ফাইনালের পথ অনেকটাই মসৃণ হয়ে যায়। নিজেদের কাজ ছিল শুধু নেপালকে হারানো। সেটি বেশ দাপটের সঙ্গেই করেছে তারা। টস জিতে নেপালকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে তিন বিভাগেই নিজেদের নিংড়ে দিয়েছেন ক্রিকেটাররা। নেপালের ব্যাটারদের মধ্যে একমাত্র সাবিত্রী ধামি দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন। নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেটে ৫৪ রানে থেমে যায় তাদের ইনিংস। বৃষ্টি সময় কেড়ে নেওয়ায় মূলত ২০ ওভারের ম্যাচের পরিধি কমে ১১ ওভারে নিয়ে আসা হয়।

নেপালের ৪ ব্যাটারই ড্রেসিংরুমে ফেরেন রানআউট হয়ে। সর্বোচ্চ ১২ বলে ১১ রান করেছেন ওপেনার সাবিত্রী। নেপালের দেওয়া ৫৫ রানের লক্ষ্য ৭ বল হাতে রেখেই তাড়া করেছে বাংলাদেশ। ওপেনিং জুটিতেই মোসাম্মত ইভা ও ফাহমিদা ছোঁয়া যোগ করেন ৪৬ রান। ২১ বলে ১৮ রান করে ফেরেন ইভা। ইনিংসে ছিল ১টি ছক্কা।

সুমাইয়া আক্তার সুবর্ণাকে সঙ্গে নিয়ে বাকি কাজ অনায়াসে সারেন ফাহমিদা। ৩২ বলে ২৬ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ইনিংসে মেরেছেন ৩টি চার। সুবর্ণা অপরাজিত থাকেন ৬ বলে ১০ করে। নেপালের কুসুম গোদার নিয়েছেন একটি উইকেট।

দিনের আরেক ম্যাচে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ৯৮ রান করে শ্রীলঙ্কা। ১৪.৫ ওভারে লঙ্কানদের দেওয়া ৯৯ রানের লক্ষ্য ৬ উইকেট হারিয়ে তাড়া করেছে ভারত। এসিসির নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব এবং সুপার ফোরের পয়েন্ট মিলিয়ে টেবিলের শীর্ষ দুই দলই খেলবে ফাইনালে। ৪ ম্যাচ শেষে ভারতের পয়েন্ট ৭, আর বাংলাদেশের ৬ পয়েন্ট।

আইসিসি বাংলাদেশের সঙ্গে অবিচার করেছে: ক্রীড়া উপদেষ্টা

হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের আরও কাছে বাংলাদেশ

ক্রিকেটারদের সঙ্গে কী আলোচনা হয়েছিল ক্রীড়া উপদেষ্টার

বাংলাদেশ বিশ্বকাপে যাবে না, সরকারি সিদ্ধান্ত

বিশ্বকাপের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে চলছে লিটনদের বৈঠক

বিপিএল ফাইনাল নিয়ে বিসিবি সভাপতির সঙ্গে মেহেদীর কী কথা হয়েছে

বিসিবি-সরকার যা বলবে, খেলোয়াড় হিসেবে সেটাই করা উচিত—বিশ্বকাপ ইস্যু নিয়ে মেহেদী

বাংলাদেশের দাবি আইসিসি না মানলে বিশ্বকাপ বর্জন করবে পাকিস্তানও

মিরাজ মানসিকভাবে শান্তিতে ছিল না, বলছেন সিলেটের কোচ

বাংলাদেশ ম্যাচের আড়াই বছর পর হ্যাটট্রিকের দেখা পেল আফগানিস্তান