হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে পাকিস্তানই চাপে থাকবে, বলছেন গম্ভীর 

বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে কখনো জিততে পারেনি পাকিস্তান। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার মুখোমুখি হবে দুই দল। সুপার টুয়েলভের দ্বিতীয় দিন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাকিস্তানই চাপে থাকবে বলে মনে করেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। 

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনো বিশ্বকাপেই ভারতের বিপক্ষে এখন পর্যন্ত জিততে পারেনি পাকিস্তান। সর্বশেষ ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তান হেরেছিল ৮৯ রানে। প্রায় দুই বছর পর আরও একবার বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান দ্বৈরথ। 

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে গম্ভীরের ধারণা পাকিস্তানের ওপরেই বেশি চাপ থাকবে। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ওপেনার বলেছেন, ‘আমি নিশ্চিত পাকিস্তানের ওপর বেশি চাপ থাকবে। কারণ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতই সব সময় জিতেছে। ম্যাচে ভারতের ওপর চাপ থাকবে কি না, সে বিষয়ে আমাদের কথা বলা উচিত নয়। তবে এটা নিশ্চিত পাকিস্তানের ওপর অনেক চাপ থাকবে। এখন পাকিস্তানের প্রত্যাশাও অনেক বেশি।’ 

ভারতকে এগিয়ে রাখলেও কাউকে ছোট করে না দেখা গম্ভীর বলেছেন, ‘এই মুহূর্তে শক্তির বিচারে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে। টি-টোয়েন্টি সংস্করণে যে কেউ যে কাউকে হারাতে পারে। কোনো দলকেই তাই ছোট করে দেখা যাবে না। আফগানিস্তানের মতো দলগুলো নিজেদের দিনে যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও তাই। তারপরও পাকিস্তানের ওপর চাপ থাকবে।’

বিগ ব্যাশে মুগ্ধতা ছড়িয়েই যাচ্ছেন রিশাদ

‘ইংল্যান্ড দলে মদ্যপানের কোনো সংস্কৃতি নেই’

বড় বিদেশি তারকা ছাড়াই তাহলে বিপিএলের শেষ পর্ব

সাড়ে ৪ বছর পর হারানো সিংহাসন ফিরে পেলেন কোহলি

অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসে ঝুঁকিতে নারী ফুটবলারদের ফিটনেস

বৃষ্টিতেই শেষ বাংলাদেশের প্রস্তুতি

‘বিশ্বকাপের আগে বাংলাদেশের সঙ্গে এমন ঘটনা ঘটুক, সেটা চাই না’

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

বিপিএল ছেড়ে আফগানিস্তানের দায়িত্বে টবি র‍্যাডফোর্ড

দক্ষিণ আফ্রিকাকে এবারও ফাইনালে দেখতে চান বাংলাদেশের সাবেক কোচ