হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে পাকিস্তানই চাপে থাকবে, বলছেন গম্ভীর 

বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে কখনো জিততে পারেনি পাকিস্তান। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার মুখোমুখি হবে দুই দল। সুপার টুয়েলভের দ্বিতীয় দিন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাকিস্তানই চাপে থাকবে বলে মনে করেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। 

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনো বিশ্বকাপেই ভারতের বিপক্ষে এখন পর্যন্ত জিততে পারেনি পাকিস্তান। সর্বশেষ ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তান হেরেছিল ৮৯ রানে। প্রায় দুই বছর পর আরও একবার বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান দ্বৈরথ। 

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে গম্ভীরের ধারণা পাকিস্তানের ওপরেই বেশি চাপ থাকবে। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ওপেনার বলেছেন, ‘আমি নিশ্চিত পাকিস্তানের ওপর বেশি চাপ থাকবে। কারণ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতই সব সময় জিতেছে। ম্যাচে ভারতের ওপর চাপ থাকবে কি না, সে বিষয়ে আমাদের কথা বলা উচিত নয়। তবে এটা নিশ্চিত পাকিস্তানের ওপর অনেক চাপ থাকবে। এখন পাকিস্তানের প্রত্যাশাও অনেক বেশি।’ 

ভারতকে এগিয়ে রাখলেও কাউকে ছোট করে না দেখা গম্ভীর বলেছেন, ‘এই মুহূর্তে শক্তির বিচারে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে। টি-টোয়েন্টি সংস্করণে যে কেউ যে কাউকে হারাতে পারে। কোনো দলকেই তাই ছোট করে দেখা যাবে না। আফগানিস্তানের মতো দলগুলো নিজেদের দিনে যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও তাই। তারপরও পাকিস্তানের ওপর চাপ থাকবে।’

তাহলে কি বাংলাদেশ-ভারত ফাইনাল

হেডের সেঞ্চুরিতে বড় লিডের পথে অস্ট্রেলিয়া

কনওয়ের ডাবল সেঞ্চুরি, মাউন্ট মঙ্গানুইতে ব্যাটারদের দাপট

সবার আগে বিশ্বকাপের দল দিল পাকিস্তান

ওসমান হাদির মৃত্যুতে শোকাহত বিসিবি-বাফুফে

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনাল দেখবেন কোথায়

বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ কারা, জানাল বিসিবি

ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের আম্পায়ারদের কাছে ব্যাখ্যা চাইছেন স্টেইন

আম্পায়ারিং নিয়ে অসন্তুষ্ট ইংল্যান্ড, আইসিসির কাছে করবে নালিশ

হঠাৎ কেন চেয়ার ছুড়ে মারতে গিয়েছিলেন ম্যাকগ্রা