হোম > খেলা > ক্রিকেট

ব্রেভিস-ঝড়ে জিম্বাবুয়েকে হারাল দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক    

জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। ছবি: এক্স

সহজ জয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করল দক্ষিণ আফ্রিকা। হারারে স্পোর্টস ক্লাবে আজ জিম্বাবুয়েকে হারিয়েছে ৫ উইকেটে। লক্ষ্য তাড়ার শুরুটা অবশ্য সহজ ছিল না। ৩৮ রানে হারিয়ে ফেলে ৩ উইকেট। চাপে না পড়ে বরং সেখান থেকে ঝোড়ো এক ইনিংস উপহার দেন ডেওয়াল্ড ব্রেভিস। ফলে ২৫ বল হাতে রেখে ১৪২ রান তাড়া করে প্রোটিয়ারা।

১৭ বলে ১ চার ও ৫ ছক্কায় ৪১ রান করায় ম্যাচসেরা হন ব্রেভিস। যদিও ৩৭ বলে ৫ চার ও ১ ছক্কায় সর্বোচ্চ ৪৫ রান করেন রুবিন হারমান। ২৩ রানে অপরাজিত থাকেন করবিন বশ। জিম্বাবুয়ের হয়ে রিচার্ড এনগারাভা ৩ ও ট্রেভর গোয়ান্ডু নেন দুই উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে সিকান্দার রাজার ফিফটির পরও ৬ উইকেটে ১৪১ রানের বেশি করতে পারেনি স্বাগতিকেরা। ৩৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন রাজা। প্রোটিয়াদের হয়ে ১০ রানে সর্বোচ্চ ৩ উইকেট নেন জর্জ লিন্ডা। দ্বিতীয় ম্যাচে কাল নিউজিল্যান্ডের বিপক্ষে লড়বে দক্ষিণ আফ্রিকা।

শোককে শক্তিতে পরিণত করে জিতল ঢাকা

কোচের মৃত্যুতে মন কাঁদছে সাকিব-তাসকিনদের

মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ, শোকাচ্ছন্ন বিপিএল

হার্ট অ্যাটাক করে হাসপাতালে ঢাকার কোচ

অস্ট্রেলিয়ায় ১৫ বছরের অপেক্ষা ফুরাল ইংল্যান্ডের

শান্ত হতে পারলেন না রিকেলটন

নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে জয়ে শুরু চট্টগ্রামের

কোহলির বিশ্ব রেকর্ডের দিনে রোহিতের তেতো অভিজ্ঞতা

ব্যর্থ কোটিপতি নাঈম শেখ

হীরার ট্রফি আসছে বিপিএলে, দাম প্রায় ৩০ লাখ টাকা