অবশেষে দিল্লির একাদশে সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ১ এপ্রিল বিশেষ বিমানে ভারতে যাওয়া বাংলাদেশ পেসার টানা তিন ম্যাচ বসে থাকার পর আজ ঘরের মাঠে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছেন।
অরুন জেটলি স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন মুম্বাই অধিনায়ক রোহিত শর্মা। দিল্লির একাদশে বিদেশি কোটায় বাদ পড়েছেন রাইলি রুশো। একজন বিদেশি ব্যাটার বসিয়ে পেসার খেলাচ্ছে দিল্লি। সে কারণেই ফিজের একাদশে সুযোগ পাওয়া। দিল্লির একাদশে আছেন আরেক বিদেশি ফাস্ট বোলার এনরিক নর্কিয়া।
পয়েন্ট টেবিলে দিল্লির অবস্থান একেবারে তলানিতে। টানা তিন ম্যাচের কোনোটিতেই জিততে পারেনি তারা। আজ হারলে দিল্লির সামনে পথটা কঠিনই হয়ে যাবে।