বিশ্বকাপের শেষ দল হিসেবে গতকাল অভিনব পদ্ধতিতে স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলে সুযোগ পাওয়া ক্রিকেটাররা নিজেদের নাম নিজেরাই জানিয়েছেন সামাজিক মাধ্যমে পোস্ট করা বিসিবির ভিডিওতে।
বিসিবির ভিডিওতে থাকার কথা ছিল তামিম ইকবালের। তবে চোটের শঙ্কায় শেষ পর্যন্ত তাঁর দলে জায়গা হয়নি। বাংলাদেশি ওপেনারের না থাকা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে ক্রিকেটাঙ্গনে। সেই সব তর্ক-বিতর্কের সমাধান আজ এক ভিডিও বার্তায় দেবেন বলে নিজের ভেরিফায়েড সামাজিক মাধ্যমে জানিয়েছেন তামিম।
আজ বিকেল ৪টায় চার্টার্ড ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল। ঢাকা থেকে ৪০ মিনিটের ফ্লাইটে গৌহাটিতে নামবেন সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। বিশ্বকাপে বাংলাদেশের মিশন শুরু হবে ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে, ধর্মশালায়।